ترتيب الأمالي الخميسية
Tartibul Amalil Khamisiyyah
তারতীবুল আমালীল খামিসিয়্যাহ
ترتيب الأمالي الخميسية (77)
77 - وَبِهِ: أَنْشَدُونَا لِلْعَمِيدِ أَبِي سَهْلٍ الْحَمْدُونِيِّ وَقَدْ شَاهَدْتُهُ وَمَا سَعِمْتُ مَنْهُ: «
لَا ذُخْرَ لِي عِندَ الْجَمِيعِ … مِنَ الْحَوَاضِرِ وَالْبَوَادِي
إِلَّا شَهَادَةُ وَاثِقٍ … بِاللَّهِ عَنْ صَفْوِ اعْتِقَادِ
وَمُشَفَّعٌ عِنْدَ السُّؤَالِ … بِعَفْوِ أُمَّتِهِ يُنَادِي
» .
অনুবাদঃ আল-আমিদ আবু সাহল আল-হামদুনি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
আমার নিকট কোনো পাথেয় বা সঞ্চয় নেই সকল মানুষের কাছে—না শহরাঞ্চলে বসবাসকারীদের নিকট, আর না প্রান্তরের অধিবাসীদের নিকট।
তবে (আমার সঞ্চয় হলো) খাঁটি বিশ্বাস থেকে উৎসারিত, আল্লাহর প্রতি আস্থাভাজন ব্যক্তির সাক্ষ্য (শাহাদাহ)।
এবং সেই সুপারিশকারী (মুশাফ্ফা’), যিনি (আল্লাহর নিকট) প্রার্থনার সময় তাঁর উম্মতের ক্ষমার জন্য আহ্বান করেন।