الحديث


الشريعة للآجري
Ash Shariyyah lil Ajurri
আশ শারইয়্যাহ লিল আজুররী





الشريعة للآجري (15)


15 - وَأَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا يَزِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الصَّمَدِ قَالَ: حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ قَالَ نا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبْيَرٍ عَنْ أَبِيهِ عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: " ضَرَبَ اللَّهُ مَثَلًا ِصَراطًا مُسْتَقِيمًا وَعَلَى جَنَبَتَيِ الصِّرَاطِ سُورَانَ، بَيْنَهُمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ، وَعَلَى الْأَبْوَابِ سُتُورٌ مُرْخَاةٌ، وَعَلَى بَابِ الصِّرَاطِ دَاعٍ يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ ادْخُلُوا الصِّرَاطَ جَمِيعًا وَلَا تَتَفَرَّقُوا ، وَدَاعٍ يَدْعُو مِنْ فَوْقِ الصِّرَاطِ، فَإِذَا أَرَادَ إِنْسَانٌ فَتْحَ شَيْءٍ مِنْ تِلْكَ الْأَبْوَابِ قَالَ لَهُ: وَيْحَكَ لَا تَفْتَحْهُ، فَإِنَّكَ إِنْ تَفْتَحْهُ تَلِجْهُ، فَالصِّرَاطُ: الْإِسْلَامُ، وَالسُّتُورُ: حُدُودُ اللَّهِ ، وَالْأَبْوَابُ: مَحَارِمُ اللَّهِ تَعَالَى، وَالدَّاعِي عَلَى رَأْسِ الصِّرَاطِ: كِتَابُ اللَّهِ، وَالدَّاعِي مِنْ فَوْقِ الصِّرَاطِ: وَاعِظُ اللَّهِ فِي قَلْبِ كُلِّ مُسْلِمٍ "




অনুবাদঃ নওয়াস ইবনু সাম‘আন আল-আনসারী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তাআলা একটি উপমা পেশ করেছেন: তা হলো একটি সরল পথ (সিরাতে মুস্তাকীম)। আর সেই সিরাতের দুই পাশে দুটি প্রাচীর রয়েছে, যার মাঝে রয়েছে উন্মুক্ত দরজাসমূহ। আর সেই দরজাসমূহের উপর পর্দা ঝোলানো আছে। আর সিরাতের (শুরুর) দরজায় একজন আহ্বানকারী দাঁড়িয়ে বলছে: ‘হে লোক সকল! তোমরা সবাই সিরাতে (সরল পথে) প্রবেশ করো এবং বিভক্ত হয়ো না।’ আর সিরাতের উপর দিক থেকে একজন আহ্বানকারী আহ্বান করছে। যখন কোনো মানুষ সেই দরজাগুলোর কোনো একটি খোলার ইচ্ছা করে, তখন সেই আহ্বানকারী তাকে বলে: ‘আফসোস তোমার জন্য! তুমি তা খুলো না। কারণ যদি তুমি তা খোলো, তবে তুমি তাতে প্রবেশ করবে।’ সিরাত হলো ইসলাম। পর্দাগুলো হলো আল্লাহর সীমারেখা (হুদুদ)। আর দরজাসমূহ হলো আল্লাহ তাআলার হারামকৃত বিষয়াবলি (নিষিদ্ধ কাজসমূহ)। আর সিরাতের (শুরুর) দরজায় যিনি আহ্বানকারী, তিনি হলেন আল্লাহর কিতাব (কুরআন)। আর সিরাতের উপর দিক থেকে যিনি আহ্বানকারী, তিনি হলেন প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহর উপদেশদাতা।