الحديث


الجامع الكامل
Al-Jami Al-Kamil
আল-জামি` আল-কামিল





الجامع الكامل (14)


14 - عن ابن عباس قال: انطلق النبي صلى الله عليه وسلم في طائفة من أصحابه عامدين إلى سوق عكاظ، وقد حيل بين الشياطين وبين خبر السماء، وأُرْسلت عليهم الشُّهُب، فرجعت الشياطينُ إلى قومهم فقالوا: ما لكم؟ فقالوا: حيل بيننا وبين خبر السماء وأرسلت علينا الشُّهُب! قالوا: ما حال بينكم وبين خبر السماء إلّا شيءٌ حدث، فاضربوا مشارق الأرض ومغاربها فانظروا ما هذا الذي حال بينكم وبين خبر
السماء، فانصرف أولئك الذين توجهوا نحو تهامة إلى النبي صلى الله عليه وسلم وهو بنخلة عامدين إلى سوق عكاظ وهو يصلي بأصحابه صلاة الفجر، فلما سمعوا القرآن استمعوا له فقالوا: هذا واللَّه الذي حال بينكم وبين خبر السماء فهنالك حين رجعوا إلى قومهم، فقالوا: {إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا (1) يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا} [سورة الجن 1 - 2]. فأنزل اللَّه على نبيه صلى الله عليه وسلم وإنما أوحي إليه قولُ الجنّ.

متفق عليه: رواه البخاريّ في الصّلاة (773)، ومسلم في الصّلاة (449) كلاهما من حديث أبي عوانة، عن أبي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس فذكره، واللّفظ للبخاريّ، ولفظ مسلم قريب منه.




অনুবাদঃ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীদের একটি দলকে নিয়ে উকায বাজারের উদ্দেশ্যে যাত্রা করলেন। ইতোমধ্যে শয়তানদের ও আকাশের খবরের (কথা শোনার) মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল এবং তাদের ওপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হচ্ছিল। শয়তানরা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল এবং তারা বলল: তোমাদের কী হয়েছে? তারা (অন্য শয়তানরা) বলল: আমাদের ও আকাশের খবরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং আমাদের ওপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়েছে! তারা বলল: তোমাদের আর আকাশের খবরের মাঝে যা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তা কেবল কোনো নতুন ঘটনা ছাড়া কিছুই নয়। সুতরাং তোমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে যাও এবং অনুসন্ধান করো, কী সেই জিনিস যা তোমাদের আর আকাশের খবরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এরপর যারা তিহামার দিকে গিয়েছিল, তারা নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দিকে ফিরে গেল। তিনি তখন নাখলা নামক স্থানে ছিলেন এবং উকায বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি তাঁর সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। তারা যখন কুরআন শুনল, তখন মনোযোগ দিয়ে তা শ্রবণ করল এবং বলল: আল্লাহর কসম, এটাই সেই জিনিস যা তোমাদের আর আকাশের খবরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তখনই তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল: "আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি, যা সঠিক পথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে ঈমান এনেছি এবং আমরা আমাদের রবের সাথে কাউকেও শরীক করব না।" [সূরা আল-জিন ১-২]।

অতঃপর আল্লাহ তাঁর নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর এই কথা নাযিল করলেন, যখন জিনদের বক্তব্য ওহীযোগে তাঁকে জানানো হলো।