مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18686 - عَنْ أَنَسٍ: «أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " وَعَدَنِي رَبِّي - عَزَّ وَجَلَّ - أَنْ يُدْخِلَ الْجَنَّةَ مِنْ أُمَّتِي مِائَةَ أَلْفٍ ". فَقَالَ أَبُو بَكْرٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ: زِدْنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: " وَهَكَذَا " وَأَشَارَ بِيَدِهِ. قَالَ: يَا نَبِيَّ اللَّهِ زِدْنَا، قَالَ: " وَهَكَذَا ". قَالَ عُمَرُ: قَطْكَ يَا أَبَا بَكْرٍ، قَالَ: " مَا لَنَا وَلَكَ يَا ابْنَ الْخَطَّابٍ ". قَالَ عُمَرُ: إِنَّ اللَّهَ إِنْ شَاءَ يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ كُلَّهُمْ بِحَفْنَةٍ [وَاحِدَةٌ]. قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " صَدَّقَ اللَّهُ عُمَرَ».
رَوَاهُ أَحْمَدُ، وَالطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَإِسْنَادُهُ حَسَنٌ.
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আমার প্রতিপালক, মহান ও মহিমান্বিত আল্লাহ্, আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি আমার উম্মতের মধ্য থেকে এক লক্ষ মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন।" তখন আবূ বাকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: হে আল্লাহ্র রসূল! আমাদের জন্য আরও বৃদ্ধি করে দিন। তিনি বললেন: "আর এভাবে," এবং তিনি তার হাত দিয়ে ইশারা করলেন। তিনি (আবূ বাকর) বললেন: হে আল্লাহ্র নাবী! আমাদের জন্য আরও বৃদ্ধি করে দিন। তিনি বললেন: "আর এভাবে।" উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: হে আবূ বাকর! যথেষ্ট হয়েছে। তিনি (আবূ বাকর) বললেন: হে ইবনুল খাত্তাব! তোমার কী হয়েছে যে তুমি আমাদের ব্যাপারে বলছো? উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: আল্লাহ্ যদি চান, তবে তিনি সমস্ত মানুষকে এক মুষ্টিতে জান্নাতে প্রবেশ করাতে পারেন। নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "আল্লাহ্ উমারকে সত্যায়ন করেছেন।"