مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
مجمع الزوائد (18721)
18721 - وَبِسَنَدِهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «مَا رَأَيْتُ مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا، وَلَا مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا» ".
অনুবাদঃ তাঁর সূত্রে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আমি জান্নাতের মতো এমন কিছু দেখিনি, যার অনুসন্ধানকারী ঘুমিয়ে থাকে। আর আমি জাহান্নামের মতো এমন কিছু দেখিনি, যার থেকে পলায়নকারীও ঘুমিয়ে থাকে।"