مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18739 - وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " «قِيدُ سَوْطِ أَحَدِكُمْ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمِثْلِهَا وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا وَلَنَصِيفُ امْرَأَةٍ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا» ". قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، مَا التَّضْعِيفُ؟ قَالَ: الْخِمَارُ.
رَوَاهُ أَحْمَدُ، وَرِجَالُهُ ثِقَاتٌ.
অনুবাদঃ আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "জান্নাতে তোমাদের কারো চাবুক রাখার স্থান দুনিয়া এবং তার অনুরূপ জিনিসের চেয়েও উত্তম। আর জান্নাতে তোমাদের কারো ধনুক রাখার স্থান দুনিয়া এবং এর অনুরূপ জিনিসের চেয়েও উত্তম। আর জান্নাতের কোনো রমণীর নাসিফ (মাথার ওড়না) দুনিয়া এবং এর অনুরূপ জিনিসের চেয়েও উত্তম।" আমি (বর্ণনাকারী) জিজ্ঞেস করলাম: "হে আবূ হুরায়রা, 'তায'ঈফ' (التَّضْعِيفُ) কী?" তিনি বললেন: "আল-খিমার (মাথার ওড়না)।"