الحديث


مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ





مجمع الزوائد (18762)


18762 - وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «إِنَّ الرَّجُلَ لَيَتَّكِئُ فِي الْجَنَّةِ سَبْعِينَ سَنَةً قَبْلَ أَنْ يَتَحَوَّلَ، ثُمَّ تَأْتِيهِ امْرَأَتُهُ [فَتَضْرِبُ عَلَى مِنْكَبَيْهِ] فَيَنْظُرُ وَجْهَهُ فِي خَدِّهَا أَصْفَى مِنَ الْمِرْآةِ، وَإِنَّ أَدْنَى لُؤْلُؤَةٍ عَلَيْهَا تُضِيءُ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، فَتُسَلِّمُ عَلَيْهِ فَيَرُدُّ السَّلَامَ، وَيَسْأَلُهَا: مَنْ أَنْتِ؟ فَتَقُولُ: أَنَا مِنَ الْمَزِيدِ، وَإِنَّهُ لَيَكُونُ عَلَيْهَا سَبْعُونَ ثَوْبًا، أَدْنَاهَا مِثْلُ النُّعْمَانِ مِنْ طُوبَى، فَيُنْفِذُهَا بَصَرُهُ حَتَّى يَرَى مُخَّ سَاقِهَا مِنْ وَرَاءِ ذَلِكَ، وَإِنَّ عَلَيْهَا مِنَ التِّيجَانِ إِنَّ أَدْنَى لُؤْلُؤَةٍ مِنْهَا لَتُضِيءُ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ]» ".
رَوَاهُ أَحْمَدُ وَأَبُو يَعْلَى، وَإِسْنَادُهُمَا حَسَنٌ.




অনুবাদঃ আবূ সাঈদ আল-খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই একজন লোক জান্নাতে তার স্থান পরিবর্তন করার পূর্বে সত্তর বছর পর্যন্ত হেলান দিয়ে থাকবে। এরপর তার স্ত্রী তার কাছে আসবে এবং তার কাঁধে হাত রাখবে। সে তার স্ত্রীর গালে তার চেহারা দেখবে যা আয়নার চেয়েও পরিষ্কার। আর তার (স্ত্রীর) পরিধানে থাকা সামান্যতম মুক্তাটিও পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থানকে আলোকিত করবে। সে তাকে সালাম দেবে এবং সে (স্বামী) সালামের উত্তর দেবে। সে তাকে জিজ্ঞাসা করবে: তুমি কে? সে উত্তর দেবে: আমি ‘মাযীদ’ (বৃদ্ধি) থেকে এসেছি। আর তার পরিধানে সত্তরটি পোশাক থাকবে, যার সর্বনিম্নটি হবে জান্নাতি বৃক্ষ 'তূবা'র লাল আস্তরণের মতো মসৃণ। তার দৃষ্টি সেই পোশাক ভেদ করে যাবে, ফলে সে তার গোছার ভেতরের মজ্জাও দেখতে পাবে। আর তার মাথায় মুকুট থাকবে, যার সামান্যতম মুক্তাটিও পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থানকে আলোকিত করবে।"