مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
مجمع الزوائد (2)
2 - «وَعَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا نَجَاةُ هَذَا الْأَمْرِ الَّذِي نَحْنُ فِيهِ؟ قَالَ: " مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَهُوَ لَهُ نَجَاةٌ».
رَوَاهُ أَبُو يَعْلَى، وَفِي إِسْنَادِهِ: كَوْثَرٌ، وَهُوَ مَتْرُوكٌ.
অনুবাদঃ আবূ বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমরা যে অবস্থায় আছি, তার থেকে মুক্তির উপায় কী? তিনি বললেন, "যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে, আল্লাহ্ ছাড়া কোনো ইলাহ নেই, সেটাই তার জন্য মুক্তি।"
(হাদীসটি আবূ ইয়া’লা বর্ণনা করেছেন। এর সানাদে কাওসার নামক একজন রাবী আছেন, যিনি মাতরূক (পরিত্যক্ত/দুর্বল)।)