مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
3 - وَعَنْ أَبِي وَائِلٍ قَالَ: «حُدِّثْتُ أَنَّ أَبَا بَكْرٍ لَقِيَ طَلْحَةَ، فَقَالَ: مَا لِي أَرَاكَ وَاجِمًا؟ قَالَ: كَلِمَةٌ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَزْعُمُ أَنَّهَا مُوجِبَةٌ، فَلَمْ أَسْأَلْهُ عَنْهَا، فَقَالَ أَبُو بَكْرٍ: أَنَا أَعْلَمُ مَا هِيَ، قَالَ: مَا هِيَ؟ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ».
رَوَاهُ أَبُو يَعْلَى، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ، إِلَّا أَنَّ أَبَا وَائِلٍ لَمْ يَسْمَعْهُ مِنْ أَبِي بَكْرٍ.
অনুবাদঃ আবূ ওয়াইল থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে জানানো হয়েছে যে, আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে সাক্ষাৎ করলেন। অতঃপর তিনি (আবূ বকর) বললেন: কী ব্যাপার! তোমাকে বিষণ্ণ দেখছি কেন? তিনি (তালহা) বললেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট থেকে একটি কথা শুনেছি, তিনি দাবি করেন যে তা (জান্নাত) ওয়াজিবকারী (অবশ্যম্ভাবী করে দেয়), কিন্তু আমি তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করিনি। তখন আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: আমি জানি সেটা কী। তিনি (তালহা) জিজ্ঞাসা করলেন: সেটা কী? তিনি (আবূ বকর) বললেন: তা হলো 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই)।
এটি আবূ ইয়া'লা বর্ণনা করেছেন এবং এর বর্ণনাকারীরা সহীহ গ্রন্থের বর্ণনাকারী। তবে আবূ ওয়াইল এটি আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট থেকে সরাসরি শোনেননি।