الحديث


مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ





مجمع الزوائد (56)


56 - وَعَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ قَالَ: «غَزَا عُمَارَةُ بْنُ قَرْضٍ اللَّيْثِيُّ غَزَاةً لَهُ، فَمَكَثَ فِيهَا مَا شَاءَ اللَّهُ ثُمَّ رَجَعَ، حَتَّى إِذَا كَانَ قَرِيبًا مِنَ الْأَهْوَازِ سَمِعَ صَوْتَ الْأَذَانِ فَقَالَ: وَاللَّهِ مَا لِي عَهْدٌ بِصَلَاةٍ بِجَمَاعَةٍ مِنَ الْمُسْلِمِينَ مُنْذُ ثَلَاثٍ، وَقَصَدَ نَحْوَ الْأَذَانِ يُرِيدُ الصَّلَاةَ فَإِذَا هُوَ بِالْأَزَارِقَةِ، فَقَالُوا لَهُ: مَا جَاءَ بِكَ يَا عَدُوَّ اللَّهِ؟ فَقَالَ: مَا أَنْتُمْ إِخْوَانِي. قَالُوا: أَنْتَ أَخُو الشَّيْطَانِ، لَنَقْتُلَنَّكَ. قَالَ: أَمَا تَرْضَوْنَ مِنِّي بِمَا رَضِيَ بِهِ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -؟ قَالُوا: أَيُّ شَيْءٍ رَضِيَ بِهِ مِنْكَ؟ قَالَ: أَتَيْتُهُ وَأَنَا كَافِرٌ، فَشَهِدْتُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّهُ رَسُولُ اللَّهِ فَخَلَّى عَنِّي. فَأَخَذُوهُ فَقَتَلُوهُ».
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْكَبِيرِ وَالْأَوْسَطِ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.




অনুবাদঃ হুমাইদ ইবনু হিলাল থেকে বর্ণিত, তিনি বলেন: উমারা ইবনু কারদ আল-লাইসী তাঁর একটি যুদ্ধে গেলেন এবং সেখানে আল্লাহর ইচ্ছানুযায়ী সময় অবস্থান করলেন, অতঃপর ফিরে আসলেন। যখন তিনি আহওয়াযের কাছাকাছি পৌঁছলেন, তখন আযানের শব্দ শুনতে পেলেন। তিনি বললেন: আল্লাহর কসম, গত তিন দিন ধরে আমি মুসলিমদের সাথে জামাআতে সালাত আদায় করিনি। তিনি সালাত আদায়ের উদ্দেশ্যে আযানের দিকে গেলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি আযারিকাদের (খারেজীদের একটি দল) দেখতে পেলেন। তারা তাকে বলল: হে আল্লাহর শত্রু, তোমাকে কে নিয়ে এসেছে? তিনি বললেন: তোমরা আমার ভাই নও। তারা বলল: তুমি শয়তানের ভাই, আমরা অবশ্যই তোমাকে হত্যা করব। তিনি বললেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার থেকে যা নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন, তোমরা কি তাতে সন্তুষ্ট হবে না? তারা বলল: তিনি তোমার থেকে কী নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন? তিনি বললেন: আমি যখন তাঁর কাছে এসেছিলাম, তখন আমি কাফির ছিলাম। এরপর আমি সাক্ষ্য দিলাম যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি আল্লাহর রাসূল। তখন তিনি আমাকে ছেড়ে দিয়েছিলেন। অতঃপর তারা তাকে ধরে হত্যা করল।