مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
55 - وَعَنْ عِيَاضٍ الْأَنْصَارِيِّ رَفَعَهُ قَالَ: «إِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ كَلِمَةٌ عَلَى اللَّهِ كَرِيمَةٌ، لَهَا عِنْدَ اللَّهِ مَكَانٌ، وَهِيَ كَلِمَةٌ مَنْ قَالَهَا صَادِقًا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ، وَمَنْ قَالَهَا كَاذِبًا حَقَنَتْ دَمَهُ وَأَحْرَزَتْ مَالَهُ، وَلَقِيَ اللَّهَ غَدًا فَحَاسَبَهُ».
رَوَاهُ الْبَزَّارُ، وَرِجَالُهُ مُوَثَّقُونَ إِنْ كَانَ تَابِعِيَّهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ.
অনুবাদঃ ইয়াদ আল-আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: “নিঃসন্দেহে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আল্লাহর কাছে এক সম্মানিত বাণী। আল্লাহর কাছে এর বিশেষ স্থান রয়েছে। এটি এমন একটি বাণী—যে ব্যক্তি তা আন্তরিকভাবে বলবে, আল্লাহ এর মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি তা মিথ্যাভাবে (অন্তর থেকে নয়) বলবে, তা তার রক্ত রক্ষা করবে এবং তার সম্পদ সুরক্ষিত রাখবে। তবে সে আগামীকাল (কিয়ামতের দিন) আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং তিনি তার হিসাব নেবেন।”