مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
60 - «وَعَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ - رَجُلٌ مِنْ بَجِيلَةَ - قَالَ: إِنِّي لَعِنْدَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ جَاءَهُ بَشِيرٌ مِنْ سَرِيَّتِهِ فَأَخْبَرَهُ بِالنَّصْرِ الَّذِي نَصَرَ اللَّهُ سَرِيَّتَهُ، وَبِالْفَتْحِ الَّذِي فَتَحَ اللَّهُ لَهُمْ، وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَيْنَا نَحْنُ نَطْلُبُ الْقَوْمَ وَقَدْ هَزَمَهُمُ اللَّهُ - تَعَالَى - إِذْ لَحِقْتُ رَجُلًا بِالسَّيْفِ، فَوَاقَعْتُهُ وَهُوَ يَسْعَى وَهُوَ يَقُولُ: إِنِّي مُسْلِمٌ، إِنِّي مُسْلِمٌ. قَالَ: " فَقَتَلْتَهُ؟ " فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا تَعَوَّذَ. قَالَ: " فَهَلَّا شَقَقْتَ عَنْ قَلْبِهِ فَنَظَرْتَ أَصَادِقٌ هُوَ أَمْ كَاذِبٌ " قَالَ: لَوْ شَقَقْتُ عَنْ قَلْبِهِ مَا كَانَ عِلْمِي؟ هَلْ قَلْبُهُ إِلَّا بَضْعَةٌ مِنْ لَحْمٍ؟ قَالَ: " لَا مَا فِي قَلْبِهِ تَعْلَمُ، وَلَا لِسَانَهُ صَدَّقْتَ! " قَالَ: يَا رَسُولَ اللَّهِ، اسْتَغْفِرْ لِي. قَالَ: " لَا أَسْتَغْفِرُ لَكَ " فَمَاتَ ذَلِكَ الرَّجُلُ فَدَفَنُوهُ، فَأَصْبَحَ عَلَى وَجْهِ الْأَرْضِ، ثُمَّ دَفَنُوهُ فَأَصْبَحَ عَلَى وَجْهِ الْأَرْضِ ثَلَاثَ مَرَّاتٍ، فَلَمَّا رَأَوْا ذَلِكَ اسْتَحْيَوْا وَخَزُوا لِمَا لَقِيَ، فَاحْتَمَلُوهُ فَأَلْقَوْهُ فِي شِعْبٍ مِنْ تِلْكَ الشِّعَابِ».
قُلْتُ: هُوَ فِي الصَّحِيحِ بِاخْتِصَارٍ.
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْكَبِيرِ وَأَبُو يَعْلَى، وَفِي إِسْنَادِهِ عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ وَشَهْرُ بْنُ حَوْشَبٍ، وَقَدِ اخْتُلِفَ فِي الِاحْتِجَاجِ بِهِمَا.
অনুবাদঃ জুনদুব ইবনে সুফিয়ান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি অবশ্যই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট ছিলাম, যখন তাঁর একটি সামরিক দল (সারিয়্যাহ) থেকে একজন সুসংবাদদাতা এসে আল্লাহ তাআলা তাদের দলকে যে বিজয় দান করেছেন এবং যে সফলতা দিয়েছেন, সেই খবর দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! যখন আমরা শত্রুদেরকে ধাওয়া করছিলাম, আর আল্লাহ তাআলা তাদের পরাজিত করেছিলেন, তখন আমি তরবারি হাতে এক ব্যক্তিকে ধরে ফেললাম এবং তার সাথে মোকাবিলা করলাম। সে দৌড়াচ্ছিল এবং বলছিল: আমি মুসলিম, আমি মুসলিম। তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "তুমি কি তাকে হত্যা করেছো?" লোকটি বলল: হে আল্লাহর রাসূল! সে তো কেবল (জান বাঁচানোর জন্য) আশ্রয় খুঁজছিল। তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "তাহলে কেন তুমি তার বুক চিরে দেখলে না যে সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী?" লোকটি বলল: যদি আমি তার বুক চিরে দেখতাম, তবে আমার জানা কী ছিল? তার অন্তর তো কেবল এক টুকরা মাংস ছাড়া আর কিছুই নয়। তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "তার অন্তরে কী ছিল, তা তুমি জানতে পারলে না, আর তার জিহ্বাকে তুমি সত্য বলে গ্রহণ করলে না!" লোকটি বলল: হে আল্লাহর রাসূল! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বললেন: "আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব না।" এরপর সেই লোকটি (যে মুসলিমকে হত্যা করেছিল) মারা গেল এবং লোকেরা তাকে দাফন করল। কিন্তু সকালে দেখা গেল যে সে মাটির উপরে পড়ে আছে। এরপর তারা তাকে আবার দাফন করল, কিন্তু তিনবার এমন হলো যে সকালে সে মাটির উপরে পড়ে থাকত। যখন তারা এই দৃশ্য দেখল, তখন তারা লজ্জিত হলো এবং সে যা ভোগ করল তার জন্য তারা তাকে অপমানজনক মনে করল। ফলে তারা তাকে বহন করে নিয়ে গেল এবং সেখানকার একটি উপত্যকার খাদে ফেলে দিল।