كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
30 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ اللَّهِ الْكُوفِيُّ، نا عَبْدُ الرَّزَّاقِ، أنا مَعْمَرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ، عَنْ عَمَّارٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` ثَلاثٌ مِنَ الإِيمَانِ : الإِنْفَاقُ مِنَ الإِقْتَارِ، وَبَذْلُ السَّلامِ لِلْعَالَمِ، وَالإِنْصَافُ مِنْ نَفْسِهِ ` . قَالَ الْبَزَّارُ : هَذَا رَوَاهُ غَيْرُ وَاحِدٍ مَوْقُوفًا عَلَى عَمَّارٍ . *
অনুবাদঃ আম্মার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তিনটি জিনিস ঈমানের অন্তর্ভুক্ত: ১. অভাবের সময় (স্বল্পতা সত্ত্বেও) আল্লাহর পথে ব্যয় করা, ২. সবার প্রতি সালামের ব্যাপক প্রচলন করা (নির্বিচারে সকলকে সালাম দেওয়া), এবং ৩. নিজের ব্যাপারেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা (অন্যের প্রতি ইনসাফ করা যেমন, নিজের প্রতিও ইনসাফ করা)।"