كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
54 - حَدَّثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ الْحَكَمِ، عَنْ حَكِيمِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي رَاشِدٍ، قَالَ : حَدَّثَنِي أَبُو ثَابِتٍ رَجُلٌ مِنْ قُرَيْشٍ كَانَ يُدْعَى جَارَ الْوَحْيِ، بَيْتُهُ عِنْدَ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يُوحَى إِلَيْهِ فِيهِ، قَالَ : صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاةَ الْعَتَمَةِ، قَالَ : وَذَكَرَ الْحَدِيثَ . قُلْتُ : حَدِيثُهُ فِي الإِسْرَاءِ كَمَا ذَكَرَهُ ابْنُ مَنْدَهْ . *
অনুবাদঃ আবু সাবেত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যিনি কুরাইশ গোত্রের একজন লোক ছিলেন এবং তাঁকে ‘জারুল ওয়াহয়ি’ (ওহি-এর প্রতিবেশী) নামে ডাকা হতো—তাঁর ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই ঘরের পাশেই ছিল যেখানে তাঁর প্রতি ওহি নাযিল হতো—তিনি বলেন:
"আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ‘আতমা’র (অর্থাৎ এশার) সালাত আদায় করেছিলাম।"
(বর্ণনাকারী আবু রাশিদ) বলেন: "এবং তিনি (আবু সাবেত) হাদীসটি উল্লেখ করেন।"
(পরবর্তী রাবী বলেন:) আমি বলি: ইবনে মান্দাহ যেমন উল্লেখ করেছেন, তাঁর এই হাদীসটি ইসরা (মি’রাজ) সংক্রান্ত।