كشف الأستار
Kashful Astar
কাশুফুল আসতার
3391 - حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ وَأَحْمَدُ بْنُ مَنْصُورٍ، قَالا : ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، ابنا الْبَرَاءُ بْنُ يَزِيدَ، قَالَ : حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ، قَالَ : ` أَلا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ الضُّعَفَاءِ الْمَظْلُومِينَ، أَلا أُنْبِئُكُمْ بِأَهْلِ النَّارِ ؟ كُلُّ جَعْظَرِيٍّ، أَلا أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ ؟ أَحَاسِنُكُمْ أَخْلاقًا، أَلا أُنْبِئُكُمْ بِشِرَارِكُمُ ؟ الثَّرْثَارُونَ الْمُتَشَدِّقُونَ الْمُتَفَيْقِهُونَ ` . قَالَ الْبَزَّارُ : لا نَعْلَمُهُ يُرْوَى عَنْ أَبِي هُرَيْرَةَ إِلا بِهَذَا الإِسْنَادِ، وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ أَبِي هُرَيْرَةَ *
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের সম্পর্কে জানাবো না? তারা হলো দুর্বল, নির্যাতিত (বা অত্যাচারিত) মানুষরা।
আমি কি তোমাদেরকে জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে জানাবো না? তারা হলো প্রত্যেক দাম্ভিক, রূঢ় ও অহংকারী ব্যক্তি।
আমি কি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিদের সম্পর্কে জানাবো না? তারা হলো তোমাদের মধ্যে যারা চরিত্রে (আখলাকে) সবচেয়ে উত্তম।
আমি কি তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তিদের সম্পর্কে জানাবো না? তারা হলো বাচাল (যারা বেশি কথা বলে), যারা মুখ বাঁকিয়ে (দাম্ভিকতার সাথে) কথা বলে এবং যারা (মিথ্যা বা অতিরিক্ত জ্ঞানের) বড়াই করে।”