المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
25 - قَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا حَفْصُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو عُمَرَ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا دُرُسْتُ بْنُ زِيَادٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : ` يَا بُنَيَّ ادْعُ لِي مِنْ هَذِهِ الدَّارِ بِوَضُوءٍ `، فَقُلْتُ : رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطْلُبُ وَضُوءًا، فَقَالَ : أَخْبِرْهُ أَنَّ دَلْوَنَا جِلْدُ مَيْتَةٍ، قَالَ : ` سَلْهُمْ هَلْ دَبَغُوهُ ؟ ` قَالُوا : نَعَمْ، قَالَ : ` فَإِنَّ دِبَاغَهُ طُهُورُهُ ` *
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হাঁটছিলাম। তখন তিনি বললেন, "হে আমার প্রিয় বৎস! এই ঘর থেকে আমার জন্য ওযুর পানি চেয়ে আনো।" আমি (ঘরের লোকদের) বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযুর পানি চাচ্ছেন। তখন তারা বললেন, তাঁকে জানিয়ে দিন যে আমাদের বালতিটি মৃত পশুর চামড়ার তৈরি। তিনি (নবী করীম সাঃ) বললেন, "তাদের জিজ্ঞেস করো, ’তারা কি এটি দাবাগাত (পাকানো/ট্যানিং) করেছে?’" তারা বলল, "হ্যাঁ।" তিনি বললেন, "নিশ্চয়ই এর দাবাগাতই এর পবিত্রতা।"