المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
26 - وَقَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ، ثنا فَرَجُ بْنُ فَضَالَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ : مَاتَتْ شَاةٌ لَنَا كُنَّا نَحْتَلِبُهَا، فَسَأَلَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهَا، فَقَالَ : ` ما فَعَلَتْ شَاتُكُمْ يَا أُمَّ سَلَمَةَ ؟ ` قَالَتْ : قُلْتُ : مَاتَتْ، فَأَلْقَيْنَاهَا، قَالَ : ` أَلا كُنْتُمْ تَنْتَفِعُونَ بِإِهَابِهَا `، قَالَتْ : فَقِيلَ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ ! قَالَ صلّى الله عليه وسلم : ` إِنَّ دِبَاغَهَا أَحَلَّهَا كَمَا أَحَلَّ الْخَمْرَ الْخَلُّ ` . قالَ فَرَجٌ : يَعْنِي أَنَّ الْخَمْرَ إِذَا تَغَيَّرَتْ فَصَارَتْ خَلا، حَلَّتْ *
অনুবাদঃ উম্মে সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমাদের একটি বকরী মারা গিয়েছিল, যেটির দুধ আমরা দোহন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বকরীটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, "হে উম্মে সালামা! তোমাদের বকরীটির কী হলো?" আমি বললাম, "সেটি মারা গেছে, তাই আমরা তাকে ফেলে দিয়েছি।" তিনি (ﷺ) বললেন, "তোমরা কি তার চামড়া দ্বারা উপকৃত হতে পারতে না?"
তিনি (উম্মে সালামা) বলেন, তখন (উপস্থিত কেউ) জিজ্ঞাসা করলেন, "হে আল্লাহর রাসূল! সেটি তো মৃত জন্তু!"
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "নিশ্চয়ই এটিকে পাকা করার (দাবাগাত করার) মাধ্যমে এটি হালাল হয়ে যায়, ঠিক যেমন সিরকা মদকে হালাল করে দেয়।"