الحديث


المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ





المطالب العالية (57)


57 - وَقَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، ثنا ابْنُ لَهِيعَةَ، ثنا أَبُو النَّضْرِ، عَمَّنْ رَأَى قال : ` إن عُثْمَانَ بْنَ عَفَّانَ، دَعَا بِوَضُوءٍ، وَعِنْدَهُ عَلِيٌّ وَطَلْحَةُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَتَوَضَّأَ ثَلاثًا ثَلاثًا، ثُمَّ قَالَ : ` أَنْشُدُكُمْ عثمان رَضِيَ اللَّهُ عَنْهُ بِاللَّهِ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَوَضَّأُ كَمَا تَوَضَّأْتُ ؟ ` قَالُوا : نَعَمْ ` *




অনুবাদঃ উসমান ইবনু আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

নিশ্চয় উসমান ইবনু আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ওযুর পানি চাইলেন। সে সময় আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও তালহা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)—আল্লাহ তাঁদের উভয়ের উপর সন্তুষ্ট হোন—তাঁর নিকট উপস্থিত ছিলেন। অতঃপর তিনি (ওযুর অঙ্গগুলো) তিনবার করে ধুয়ে ওযু করলেন। তারপর তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহ্‌র নামে কসম দিয়ে জিজ্ঞেস করছি—তোমরা কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক সেভাবেই ওযু করতেন যেভাবে আমি ওযু করলাম? তাঁরা (উপস্থিত সাহাবীগণ) বললেন, হ্যাঁ।