الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (47)


47 - وَقَالَ أبو يعلى الموصلى: ثنا شباب، ثنا عَوْنُ بْنُ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، ثنا حِمْرَانُ بْنُ حُدَيْرٍ، ثنا رَجُلٌ مِنَّا يُقَالُ لَهُ: مُقَاتِلٌ، عَنْ قُطْبَةَ بْنِ قَتَادَةَ السَّدُوسِيِّ، قَالَ: "أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فقلت: يا رسول الله، ابسط يَدَكَ أُبَايِعْكَ عَلَى نَفْسِي وَعَلَيَّ (أُمِّي وَالْحَوْصَلَةُ) ، وَلَوْ كَذَبْتُ عَلَى اللَّهِ لَخَدَعَكَ ".

47 - رَوَاهُ الْإِمَامُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ مِنْ طَرِيقِ حِمْرَانَ بْنِ يَزِيدَ، عَنْ قَتَادَةَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي سَدُوسٍ، عَنْ قُطْبَةَ بْنِ قَتَادَةَ قَالَ: "بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم … " فَذَكَرَهُ.
قُلْتُ: مَدَارُ إِسْنَادُ حَدِيثِ قُطْبَةَ بْنِ قَتَادَةَ عَلَى مُقَاتِلٍ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السَّدُوسِيِّ؟ وَهُوَ مَجْهُولٌ.




অনুবাদঃ ৪৭ - আর আবূ ইয়া'লা আল-মাওসিলী (রাহিমাহুল্লাহ) বলেছেন: আমাদের কাছে বর্ণনা করেছেন শাবাব, আমাদের কাছে বর্ণনা করেছেন আওন ইবনু কাহমাস ইবনুল হাসান, আমাদের কাছে বর্ণনা করেছেন হিমরান ইবনু হুদাইর, আমাদের কাছে বর্ণনা করেছেন আমাদের মধ্যের এক ব্যক্তি, যাকে মুকাতিল বলা হয়, তিনি কুতবাহ ইবনু কাতাদাহ আস-সাদূসী (রাহিমাহুল্লাহ) থেকে, তিনি বলেছেন: "আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বললাম: হে আল্লাহর রাসূল! আপনার হাত প্রসারিত করুন, আমি আপনার কাছে আমার নিজের পক্ষ থেকে এবং আমার (মা ও হাউসালাহ)-এর পক্ষ থেকে বাইয়াত (শপথ) গ্রহণ করব। আর যদি আমি আল্লাহর উপর মিথ্যা আরোপ করি, তবে তিনি আপনাকে ধোঁকা দেবেন।"

৪৭ - এটি বর্ণনা করেছেন ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) হিমরান ইবনু ইয়াযীদ-এর সূত্রে, তিনি কাতাদাহ থেকে, তিনি বানী সাদূস গোত্রের এক ব্যক্তি থেকে, তিনি কুতবাহ ইবনু কাতাদাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি বলেছেন: "আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে বাইয়াত গ্রহণ করেছিলাম..." অতঃপর তিনি তা উল্লেখ করেছেন।

আমি (আল-বুসীরি) বলি: কুতবাহ ইবনু কাতাদাহ-এর হাদীসের সনদের কেন্দ্রবিন্দু হলো মুকাতিল আবূ আবদির রহমান আস-সাদূসী। আর তিনি মাজহূল (অজ্ঞাত)।