المسند الجامع
Al Musandul Jami
আল মুসনাদুল জামি`
17768 - عَنْ حًصَيْنِ بْنِ مِحْصَنٍ، عَنْ عَمَّةٍ لَهُ؛
انَّهَا اتَتْ رَسُولَ اللهِِ صلى الله عليه وسلم لِحَاجَةٍ، فَلَمَّا فَرَغَ مِنْ حَاجَتِهَا، قال: اذَاتُ زَوْجٍ انْتِ؟ قَالَتْ: نَعَمْ، قال: فَكَيْفَ انْتِ لَهُ؟ قَالَتْ: مَا الُوهُ إِلا مَا اعْجَزُ عَنْهُ، قال: انْظُرِي ايْنَ انْتِ مِنْهً، فَإِنَّهُ جَنَّتُكِ وَنَارُكِ.
أخرجه النسائي في `الكبرى` (الورقة
অনুবাদঃ হুসাইন ইবনে মিহসানের ফুফু (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি কোনো প্রয়োজনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এলেন। যখন তিনি তার প্রয়োজন শেষ করলেন, তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন: তোমার কি স্বামী আছে? তিনি বললেন: হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন: তুমি তার সাথে কেমন ব্যবহার করো? তিনি বললেন: যা আমার সামর্থ্যের বাইরে, তা ছাড়া আমি তার হক আদায়ে কোনো ত্রুটি করি না। তিনি বললেন: তুমি তার প্রতি লক্ষ্য রেখো, কেননা সে-ই হলো তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম।