المسند الجامع
Al Musandul Jami
আল মুসনাদুল জামি`
17802 - عَنِ ابْن ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، عَنْ جَدَّتِهِ، عَنِ امْرَاةٍ مِنْ نِسَائِهِمْ، وَكَانَتْ قَدْ صَلًّتِ الْقِبْلَتَيْنِ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ:
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِِ صلى الله عليه وسلم فَقَالَ: اخْتَضِبِي، تَتْرُكُ إِحْدَاكنَّ الْخِضَابَ حَتَّى تَكُونَ يَدُهَا كَيَدِ الرَّجُلِ. قَالَتْ: فَمَا تَرَكَتِ الْخِضَابَ حَتَّى لَقِيَتِ اللهَ تَعَالَى وَإِنْ كَانَتْ لَتَخْتَضِب وَهِيَ بِنْتُ ثَمَانِينَ.
أخرجه أحمد 4/ 70 و 5/ 381 و 6/ 437 قال: حدثنا يزيد بن هارون، قال: أخبرنا محمد بن إسحاق، عن ابن ضمرة بن سعيد، فذكره.
- حَدِيثُ حَفْصَةَ بِنْتِ سِيرينَ. قَالَتْ: كُنَا نَمْنَعُ جَوَارِيَنَا أَنْ يَخْرُجْنَ يَوْمَ الْعِيدِ، فَجَاءَتِ امْرَاةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَاتَيْتُهَا فَحَدَّثَتْ، أَنَّ زَوْجَ أختها غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً، فَكَانَتْ أختها مَعَهُ فِي سِتِّ غَزَوَاتٍ. فَقَالَتْ: فَكُنَّا نَقُومُ عَلَى المَرْضَى وُندَاوِي الْكَلْمَى. فَقَالَتْ: يَارَسُولَ اللهِِ عَلَى إِحْدَانَا بَاْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاتَخْرُجَ. فَقَالَ: لتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا فَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ المُؤْمِنِينَ.
تقدم في مسند أم عطية رضي الله عنها حديث رقم (17478).
অনুবাদঃ তাদের মহিলাদের মধ্যে একজন, যিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে উভয় কিবলামুখী হয়ে সালাত আদায় করেছিলেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার কাছে এলেন এবং বললেন: তোমরা মেহেদি লাগাও। তোমাদের মধ্যে কেউ কেউ মেহেদি লাগানো ছেড়ে দেয়, ফলে তাদের হাত পুরুষের হাতের মতো হয়ে যায়। (রাবী) বলেন: অতঃপর তিনি আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত (মৃত্যু পর্যন্ত) মেহেদি লাগানো ছাড়েননি। যখন তার বয়স আশি বছর, তখনও তিনি মেহেদি লাগাতেন।
হাফসা বিনতে সিরীন থেকে বর্ণিত: আমরা আমাদের দাসী-বাঁদিদের ঈদের দিন বাইরে যেতে নিষেধ করতাম। অতঃপর একজন মহিলা এসে বনী খালাফের প্রাসাদে অবস্থান করলেন। আমি তার কাছে গেলাম। তিনি বর্ণনা করলেন যে, তার বোনের স্বামী নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে বারোটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর তার বোন ঐ ছয়টি যুদ্ধে তার সাথে ছিলেন। তিনি (ঐ মহিলা) বললেন: আমরা অসুস্থদের সেবা করতাম এবং আহতদের চিকিৎসা করতাম। তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আমাদের কারো যদি জিলবাব না থাকে তবে কি তার বাইরে না যাওয়ায় কোনো ক্ষতি আছে? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: তার সাথী যেন তাকে তার জিলবাব থেকে পরিধান করিয়ে দেয়। অতঃপর তারা যেন কল্যাণের দৃশ্য এবং মুমিনদের দু'আতে উপস্থিত হয়।