المسند الجامع
Al Musandul Jami
আল মুসনাদুল জামি`
17776 - عَنْ عَبْدِ الرَّحْمَانِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، قال:
سَالْتُ ازْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَاصْحَابَهُ: هَلْ كَانَ رَسُولُ اللهِِ صلى الله عليه وسلم يُصَلِّي سُبْحَةَ الضُحَى؟ فَلَمْ يُفْتُوا فِي ذَالِكَ شَيْئًا غَيْرَ انَّهُمْ ذَكَرُوا انَّهُ كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ نَزَلَ الْمُعَرَّسَ حَتَّى يَدْخُلَ ضُحًى. فَيَيْدَاُ بِالْمَسْجِدِ فَيَرْكَعُ فِيهِ رَكْعَتَيْنِ، ثُمَّ يَجْلِسُ حَتَّى يَاْتِيَهُ مَنْ حَوْلَهُ مِنَ الْمُسْلِمِينَ فَيُسَلِّمُوا عَلَيْهِ، ثُمَّ يَرْتَفعُ إِلى ازْوَاجِهِ.
أخرجه النسائي في `الكبرى` (الورقة
অনুবাদঃ আব্দুর রহমান ইবনে কা'ব ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বললেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীদের এবং তাঁর সাহাবীগণকে জিজ্ঞাসা করেছিলাম: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি চাশতের নফল সালাত ('সুবহাতুদ্দুহা') পড়তেন?
তাঁরা এ ব্যাপারে আমাকে কোনো ফাতওয়া দেননি, তবে তাঁরা উল্লেখ করেছেন যে, তিনি যখন কোনো সফর থেকে ফিরতেন, তখন তিনি 'আল-মুআররাস' নামক স্থানে অবতরণ করতেন যতক্ষণ না চাশতের সময় শুরু হতো। এরপর তিনি মসজিদ থেকে শুরু করতেন এবং সেখানে দুই রাকাত সালাত আদায় করতেন। অতঃপর তিনি বসতেন যতক্ষণ না তাঁর আশেপাশে থাকা মুসলিমগণ এসে তাঁকে সালাম দিত। এরপর তিনি তাঁর স্ত্রীদের নিকট গমন করতেন।