المسند الجامع
Al Musandul Jami
আল মুসনাদুল জামি`
31 - عَنْ أُمِّ وَلَدِ أُبَيِّ بْنِ كَعْبٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ؛
أَنَّهُ دَخَلَ رَجُلٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ: مَتَى عَهْدُكَ بِأُمِّ مِلْدَمٍ؟ (وَهُوَ حَرٌّ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ) قَالَ: إِنَّ ذَلِكَ لَوَجَعٌ مَا أَصَابَنِي قَطُّ، قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَثَلُ الْمُؤْمِنِ مَثَلُ الْخَامَةِ، تَحْمَرُّ مَرَّةً، وَتَصْفَرُّ أُخْرَى.
أخرجه أحمد 5/ 142 (21607) قال: حدَّثنا سُفْيان بن عُيَيْنَة، عن إِسْمَاعِيل بن أُمَيَّة، عَمَّن حدَّثه، عن أُمِّ ولد أُبَي بن كَعْب، فذكرته.
অনুবাদঃ উবাই ইবনে কা'ব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রবেশ করল। তিনি (নবী) জিজ্ঞেস করলেন, 'উম্মু মিলদাম'-এর (যা চামড়া ও মাংসের মাঝখানে তীব্র তাপ বা জ্বরের অনুভূতি) সাথে তোমার শেষ কবে সাক্ষাৎ হয়েছিল? লোকটি বলল, এটি এমন একটি কষ্ট যা আমাকে কক্ষনো স্পর্শ করেনি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, মুমিনের দৃষ্টান্ত হলো ফসলের শিষের মতো, যা একবার লাল হয় এবং আরেকবার হলুদ হয়।