الحديث


المستدرك على الصحيحين للحاكم
Al-Mustadrak alas-Sahihayn lil Hakim
আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম





المستدرك على الصحيحين للحاكم (187)


187 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجِسْرِيِّ، ثنا جُنْدُبٌ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ فَأَنَاخَ رَاحِلَتَهُ، ثُمَّ عَقَلَهَا، فَصَلَّى خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى رَاحِلَتَهُ فَأَطْلَقَ عِقَالَهَا، ثُمَّ رَكِبَهَا، ثُمَّ نَادَى: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تُشْرِكْ فِي رَحْمَتِنَا أَحَدًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَقُولُونَ أَهُوَ أَضَلُّ أَمْ بَعِيرُهُ؟ أَلَمْ تَسْمَعُوا مَا قَالَ؟» قَالُوا: بَلَى. فَقَالَ: «لَقَدْ حَظَّرَ رَحْمَةً وَاسِعَةً، إِنَّ اللَّهَ خَلَقَ مِائَةَ رَحْمَةٍ، فَأَنْزَلَ رَحْمَةً تَعَاطَفَ بِهَا الْخَلَائِقُ جِنُّهَا وَإِنْسُهَا وَبَهَائِمُهَا، وَعِنْدَهُ تِسْعَةٌ وَتِسْعُونَ، تَقُولُونَ أَهُوَ أَضَلُّ أَمْ بَعِيرُهُ؟»




অনুবাদঃ ১৮৭ - জুনদুব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: এক বেদুঈন আসলেন এবং তার সওয়ারীকে বসালেন, তারপর লাগাম বাঁধলেন। তারপর রাসূলুল্লাহ (সা.)-এর পেছনে সালাত আদায় করলেন। যখন রাসূলুল্লাহ (সা.) সালাম ফিরালেন, তখন সে তার সওয়ারীর কাছে গেল, তার লাগাম খুলল, তারপর তার উপর আরোহণ করল, তারপর ডাকল: "হে আল্লাহ্, আমার এবং মুহাম্মাদের প্রতি রহম করুন, আর আমাদের রহমতে আর কাউকে শরীক করবেন না।" রাসূলুল্লাহ (সা.) বললেন: "তোমরা কী বলছ? সে কি বেশি পথভ্রষ্ট, নাকি তার উট? তোমরা কি শোনোনি সে কী বলল?" তারা বলল: "হ্যাঁ।" তিনি বললেন: "সে তো এক ব্যাপক রহমতকে সংকীর্ণ করে ফেলল। নিশ্চয়ই আল্লাহ্ একশত রহমত সৃষ্টি করেছেন। তারপর তিনি একটি রহমত নাযিল করেছেন, যার দ্বারা তাঁর সৃষ্টি, জিন, মানুষ এবং চতুষ্পদ জন্তুরা একে অপরের প্রতি দয়া করে। আর তাঁর কাছে নিরানব্বইটি রহমত রয়েছে। তোমরা কি বলছ? সে কি বেশি পথভ্রষ্ট, নাকি তার উট?"

[নোটঃ AI দ্বারা অনূদিত]