الحديث


المستدرك على الصحيحين للحاكم
Al-Mustadrak alas-Sahihayn lil Hakim
আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম





المستدرك على الصحيحين للحاكم (225)


225 - حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ، أَنْبَأَ الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ الرَّقِّيُّ، بِالرَّقَّةِ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَمَّادٍ أَبُو بَكْرٍ الْوَاسِطِيُّ، ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ الْوَاسِطِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، أَنَّهُمْ كَانُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ، قَالَ عَوْفٌ: فَسَمِعْتُ خَلْفِي هَزِيزًا كَهَزِيزِ الرَّحَى، فَإِذَا أَنَا بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ فِي أَرْضِ الْعَدُوِّ كَانَ عَلَيْهِ الْحُرَّاسُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَانِي آتٍ مِنْ رَبِّي يُخَيِّرُنِي بَيْنَ أَنْ يَدْخُلَ شَطْرُ أُمَّتِي الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ» فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَرَفْتَ قِوَائِي فَاجْعَلْنِي مِنْهُمْ، قَالَ: «أَنْتَ مِنْهُمْ» ، قَالَ عَوْفُ بْنُ مَالِكٍ: يَا رَسُولَ اللَّهِ قَدْ عَرَفْتَ أَنَّا تَرَكْنَا قَوْمَنَا وَأَمْوَالَنَا رَاغِبًا لِلَّهِ وَرَسُولِهِ فَاجْعَلْنَا مِنْهُمْ، قَالَ: «أَنْتَ مِنْهُمْ» ، فَانْتَهَيْنَا إِلَى الْقَوْمِ وَقَدْ ثَارُوا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْعُدُوا» فَقَعَدُوا، كَأَنَّهُ لَمْ يَقُمْ أَحَدٌ مِنْهُمْ، قَالَ: «أَتَانِي آتٍ مِنْ رَبِّي فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يَدْخُلَ شَطْرُ أُمَّتِي الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْنَا مِنْهُمْ فَقَالَ: «هِيَ لِمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا»




অনুবাদঃ আওফ ইবনে মালিক রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত,
যে তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে তাঁর কিছু যুদ্ধে ছিলেন। আওফ রাদ্বিয়াল্লাহু আনহুমা বললেন: আমি আমার পেছনে যাঁতার শব্দের মতো একটি শব্দ শুনতে পেলাম। হঠাৎ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দেখলাম। আমি বললাম: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শত্রুর ভূমিতে থাকেন, তখন তাঁর উপর প্রহরীরা থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: "আমার রবের পক্ষ থেকে একজন আগমনকারী (ফেরেশতা) আমার নিকট এসে আমাকে দুটি বিষয়ের মধ্যে ইখতিয়ার (পছন্দ) দিলেন—হয় আমার উম্মতের অর্ধেক জান্নাতে প্রবেশ করবে, আর না হয় শাফা‘আত (সুপারিশ)। অতঃপর আমি শাফা‘আতকে বেছে নিলাম।" তখন মু'আয ইবনু জাবাল রাদ্বিয়াল্লাহু আনহুমা বললেন: হে আল্লাহর রাসূল! আপনি আমার অবস্থান জানেন, তাই আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। তিনি বললেন: "তুমি তাদের অন্তর্ভুক্ত।" আওফ ইবনু মালিক বললেন: হে আল্লাহর রাসূল! আপনি জানেন যে, আমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আগ্রহী হয়ে আমাদের কওম ও ধন-সম্পদ ছেড়ে এসেছি, তাই আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। তিনি বললেন: "তুমি তাদের অন্তর্ভুক্ত।" অতঃপর আমরা কওমের (অন্যান্য সাহাবীদের) কাছে পৌঁছলাম, যখন তারা নড়েচড়ে বসেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: "তোমরা বসো।" তখন তারা এমনভাবে বসে গেল যেন তাদের মধ্যে কেউ দাঁড়ায়নি। তিনি বললেন: "আমার রবের পক্ষ থেকে একজন আগমনকারী আমার নিকট এসে আমাকে দুটি বিষয়ের মধ্যে ইখতিয়ার দিলেন—আমার উম্মতের অর্ধেক জান্নাতে প্রবেশ করবে অথবা শাফা‘আত। অতঃপর আমি শাফা‘আতকে বেছে নিলাম।" তখন তারা বললো: হে আল্লাহর রাসূল! আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। তিনি বললেন: "এটা সেই ব্যক্তির জন্য, যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে মৃত্যুবরণ করেছে।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]