المستدرك على الصحيحين للحاكم
Al-Mustadrak alas-Sahihayn lil Hakim
আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন লিল হাকিম
91 - حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ، ثنا أَبُو حُذَيْفَةَ، ثنا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ رَجُلٍ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ. «أَبُو حُذَيْفَةَ مُوسَى بْنُ مَسْعُودٍ النَّهْدِيُّ، وَإِنْ كَانَ الْبُخَارِيُّ يَحْتَجُّ بِهِ فَإِنَّهُ كَثِيرُ الْوَهْمِ لَا يُحْكَمُ لَهُ عَلَى أَبِي عَاصِمٍ النَّبِيلِ وَمُحَمَّدِ بْنِ كَثِيرٍ وَأَقْرَانِهِمْ، بَلْ يَلْزَمُ الْخَطَأُ إِذَا خَالَفَهُمْ، وَالدَّلِيلُ عَلَى مَا ذَكَرْتُهُ مُتَابَعَةُ جَرِيرِ بْنِ عَبْدِ الْحَمِيدِ الثَّوْرِيَّ فِي رِوَايَتِهِ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ عَلِيٍّ، وَجَرِيرٌ مِنْ أَعْرِفِ النَّاسِ بِحَدِيثِ مَنْصُورٍ»
[التعليق - من تلخيص الذهبي]
90 - على شرطهما
অনুবাদঃ আলী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু হুযাইফা হলেন মূসা ইবনু মাসঊদ আন-নাহদী। যদিও ইমাম বুখারী তাঁকে প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন, তবে তিনি বহু ভুল করেন। তাঁকে আবূ আসিম আন-নাবীল, মুহাম্মাদ ইবনু কাছীর ও তাঁদের সমকক্ষদের ওপর প্রাধান্য দেওয়া যাবে না। বরং তিনি যখন তাঁদের বিরোধিতা করেন, তখন ভুলটি তাঁর উপরই বর্তায়। আমি যা উল্লেখ করলাম তার প্রমাণ হলো জারীর ইবনু আবদিল হামীদ আস-সাওরী তাঁর বর্ণনায় মানসূর, তিনি রিবঈ, তিনি আলী রাদ্বিয়াল্লাহু আনহুমা সূত্রে যে মুতাবাআত (সহায়ক বর্ণনা) করেছেন [তাতে এটি প্রমাণিত]। আর জারীর মানসূরের হাদীস সম্পর্কে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত।
[নোটঃ AI দ্বারা অনূদিত]