الحديث


المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম





المسند المستخرج على صحيح مسلم (3489)


3489 - أَنْبَأَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ثَنَا يُونُسُ ثَنَا أَبُو دَاوُدَ ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ ح وَثنا أَبُو بَكْرِ بْنُ خَلادٍ ثَنَا الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ ثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالا عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ (أَقْبَلْنَا مَعَ عُمَرَ حَتَّى انْتَهَيْنَا إِلَى مَرِّ الظَّهْرَانِ فَدَخَلَ عُمَرُ الأَرَاكِ يَقْضِي حَاجَتَهُ وَقَعَدْتُ لَهُ حَتَّى خَرَجَ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُرِيدُ أَنْ أَسْأَلَكَ عَنْ حَدِيثٍ مُنْذُ سَنَةٍ فَمَنَعَنِي هَيْبَتُكَ أَنْ أَسْأَلَكَ فَقَالَ لَا تَفْعَلْ إِذَا عَلِمْتَ أَنَّ عِنْدِي عِلْمًا فَسَلْنِي قَالَ قُلْتُ أَسْأَلُكَ عَنْ حَدِيثِ الْمَرْأَتَيْنِ قَالَ نَعَمْ حَفْصَةُ وَعَائِشَةُ كُنَّا فِي الْجَاهِلِيَّةِ لَا نَعْتَبِرُ بِالنِّسَاءِ وَلا نُدْخِلُهُنَّ فِي شَيْءٍ مِنْ بَيَانِ أُمُورِنَا وَذَكَرَهُ بِطُولِهِ)
رَوَاهُ مُسْلِمٌ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُثَنَّى عَنْ عَفَّانَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ




অনুবাদঃ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:

আমরা উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে আসছিলাম, একপর্যায়ে আমরা মাররুজ জাহরান নামক স্থানে পৌঁছলাম। তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য আরাক (ঝোপ) গাছের আড়ালে গেলেন। আমি তিনি ফিরে আসা পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করলাম। অতঃপর যখন তিনি বের হয়ে এলেন, আমি বললাম, "হে আমীরুল মু’মিনীন! আমি এক বছর ধরে আপনাকে একটি বিষয়ে প্রশ্ন করতে চাইছি, কিন্তু আপনার প্রতি আমার সম্ভ্রমবোধ আমাকে জিজ্ঞেস করা থেকে বিরত রেখেছে।"

তিনি বললেন, "এমন করো না! যখন তুমি জানবে যে আমার কাছে জ্ঞান রয়েছে, তখন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে।"

ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি বললাম, "আমি আপনাকে সেই দুই নারীর হাদীস সম্পর্কে জিজ্ঞেস করতে চাই।"

উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, "হ্যাঁ, তারা হলেন হাফসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)। (আর শুনে রাখো,) জাহিলিয়াতের যুগে আমরা নারীদের কোনো গুরুত্ব দিতাম না এবং আমাদের গুরুত্বপূর্ণ বিষয়াদির ব্যাখ্যার ক্ষেত্রেও তাদের কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত করতাম না।"

(বর্ণনাকারী বলেন) অতঃপর তিনি সম্পূর্ণ হাদীসটি বিস্তারিতভাবে উল্লেখ করলেন।