المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
3498 - ثَنَا أَبُو بَكْرٍ بْنُ خَلادٍ ثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مِلْحَانَ ثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنِي اللَّيْثُ عَنْ عُقَيْلٌ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّهُ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ وَهِيَ أُخْتُ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ أَخْبَرَتْهُ (أَنَّهَا كَانَتْ تَحْتَ أَبِي عَمْرِو بْنِ حَفْصٍ وَطَلَّقَهَا ثَلاثًا فَأَمَرَ وَكِيلَهُ بِنَفَقَةٍ رَغِبَتْ عَنْهَا قَالَ وَقَالَ مَا لَكِ عَلَيْنَا مِنْ نَفَقَةٍ فَجَاءَتْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَتْهُ عَنْ ذَلِكَ فَقَالَ لَهَا صَدَقَ فَنَقَلَهَا إِلَى ابْنِ أُمِّ مَكْتُومٍ فَأَنْكَرَ النَّاسُ عَلَيْهَا مَا كَانَتْ تُحَدِّثُ مِنْ خُرُوجِهَا قَبْلَ أَنْ تَحِلَّ)
رَوَاهُ مُسْلِمٌ عَنْ مُحَمَّدِ بْنِ رَافِعٍ عَنْ حُجَيْنٍ عَنِ اللَّيْثِ
অনুবাদঃ ফাতেমা বিনতে কায়স (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি— যিনি দাহহাক ইবনে কায়সের বোন ছিলেন— তাকে (আবূ সালামাহকে) জানিয়েছেন যে, তিনি আবূ আমর ইবনে হাফসের বিবাহাধীনে ছিলেন। তিনি তাকে তিন তালাক দিয়ে দেন। এরপর তিনি তার এজেন্টের মাধ্যমে কিছু ভরণপোষণ পাঠানোর নির্দেশ দিলেন, যা তিনি (ফাতেমা) প্রত্যাখ্যান করেন। (এজেন্ট) বললেন: তোমার জন্য আমাদের কাছে কোনো ভরণপোষণ (নফাকা) নেই।
তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন এবং তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলেন। তিনি (রাসূল) তাঁকে বললেন: সে সত্য বলেছে। এরপর তিনি (রাসূল) তাকে ইবনে উম্মে মাকতুম (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে স্থানান্তরিত হওয়ার নির্দেশ দিলেন।
কিন্তু ইদ্দত শেষ হওয়ার আগেই তিনি ঘর থেকে বের হওয়ার যে কথা বর্ণনা করতেন, লোকেরা তার সেই বর্ণনার ওপর আপত্তি তুলেছিল।