المسند المستخرج على صحيح مسلم
Al Musnad Al Mustakhraj `Ala Sahih Muslim
আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম
50 - حَدَّثَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ ثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ الْمَدِينِيِّ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَهْدِيٍّ وَذَكَرَهُ عِنْدَهُ أَبُو جَعْفَرٍ
الْخَطْمِيُّ وَأَبُوهُ وَجَدُّهُ فَقَالَ كَانَ أَبُو جَعْفَرٍ وَأَبُوهُ وَجَدُّهُ حَبِيبُ بن خماشة قوم توارثوا الصدْق بَعضهم عَن بعض صَحِيح
অনুবাদঃ আলী ইবনুল মাদীনী (রাহিমাহুল্লাহ) বলেন, আমি আব্দুর রহমান ইবনে মাহদী (রাহিমাহুল্লাহ)-কে বলতে শুনেছি— যখন তাঁর নিকট আবু জাফর আল-খাতমী, তাঁর পিতা এবং তাঁর দাদার (নাম) উল্লেখ করা হলো, তখন তিনি বললেন: আবু জাফর, তাঁর পিতা এবং তাঁর দাদা হাবীব ইবনে খুমশা এমন এক গোত্রের লোক ছিলেন, যারা একে অপরের নিকট থেকে সত্যবাদিতা (নির্ভরযোগ্যতা) উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন। (তাঁদের বর্ণনা) সহীহ (সঠিক)।