قرة العينين برفع اليدين في الصلاة
Qurratul-Aynayn bi-Rafyil Yadayn fis Salat
জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত
34 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفُ , حَدَّثَنَا سُفْيَانُ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنِ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا كَبَّرَ حَذْوَ أُذُنَيْهِ»
34 - قَالَ الْبُخَارِيُّ: وَرَوَى , وَكِيعٌ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنْ أَخِيهِ عِيسَى , وَالْحَكَمِ بْنِ عُتَيْبَةَ عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنِ الْبَرَاءِ , قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَرْفَعُ يَدَيْهِ إِذَا كَبَّرَ ثُمَّ لَمْ يَرْفَعْ
قَالَ الْبُخَارِيُّ: " وَإِنَّمَا رَوَى ابْنُ أَبِي لَيْلَى هَذَا مِنْ حِفْظِهِ فَأَمَّا مَنْ حَدَّثَ عَنِ ابْنِ أَبِي لَيْلَى مِنْ كِتَابِهِ فَإِنَّمَا حَدَّثَ عَنِ ابْنِ أَبِي لَيْلَى -[31]- عَنْ يَزِيدَ فَرَجَعَ الْحَدِيثُ إِلَى تَلْقِينِ يَزِيدَ , وَالْمَحْفُوظُ مَا رَوَى عَنْهُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ وَابْنُ عُيَيْنَةَ قَدِيمًا
অনুবাদঃ ৩৪ - মুহাম্মদ ইবনু ইউসুফ আমাদের কাছে বর্ণনা করেছেন, সুফিয়ান আমাদের কাছে বর্ণনা করেছেন, ইয়াযীদ ইবনু আবী যিয়াদ থেকে, ইবনু আবী লায়লা থেকে, বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন:
«নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন তখন দু’হাত কানের সমান স্তরে উঠাতেন।»
৩৪ - বুখারী (রহ.) বলেন: আর ওয়াকী‘ বর্ণনা করেছেন ইবনু আবী লায়লা থেকে, তাঁর ভাই ঈসা থেকে; এবং হাকাম ইবনু উতাইবাহ বর্ণনা করেছেন ইবনু আবী লায়লা থেকে, বারা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন: «আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি, তিনি তাকবীর বলার সময় দু’হাত উঠাতেন, তারপর আর উঠাতেন না।»
বুখারী (রহ.) বলেন: “ইবনু আবী লায়লা এ হাদীসটি শুধু নিজের স্মৃতি থেকে বর্ণনা করেছেন। কিন্তু যারা ইবনু আবী লায়লার কিতাব থেকে বর্ণনা করেছেন, তারা ইবনু আবী লায়লা থেকে, ইয়াযীদের সূত্রে বর্ণনা করেছেন। ফলে হাদীসটি ইয়াযীদের শিখিয়ে দেওয়া (তালকীন) পর্যন্ত গিয়ে পৌঁছেছে।
আর মাহফূয (সংরক্ষিত ও সঠিক) হলো যা সাওরী, শু‘বাহ ও ইবনু উয়াইনাহ পুরোনো সময়ে (ইয়াযীদের স্মৃতি ভালো থাকতে) তাঁর কাছ থেকে বর্ণনা করেছেন।”