الحديث


كتاب القراءة خلف الإمام للبيهقي
Kitabul Qiraat Khalfal Imaam lil Bayhaqi
কিতাবুল কিরাআত খালফাল ইমাম লিল বায়হাক্বী





كتاب القراءة خلف الإمام للبيهقي (36)


36 - وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِانَ أَنْبَأَ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ ، ثنا بِشْرُ بْنُ مُوسَى ، ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ ، عَنْ أَبِي حَنِيفَةَ ، عَنْ أَبِي سُفْيَانَ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «الْوُضُوءُ مِفْتَاحُ الصَّلَاةِ وَالتَّكْبِيرُ تَحْرِيمُهَا وَالتَّسْلِيمُ تَحْلِيلُهَا ، وَفِي كُلِّ رَكْعَتَيْنِ تَسْلِيمٌ وَلَا تُجْزِئُ صَلَاةٌ إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ وَمَعَهَا غَيْرُهَا» ، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: فَقُلْتُ لِأَبِي حَنِيفَةَ: مَا يَعْنِي فِي كُلِّ رَكْعَتَيْنِ تَسْلِيمٌ؟ قَالَ: يَعْنِي التَّشَهُّدَ




অনুবাদঃ আবু সাঈদ আল-খুদরি (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "ওযু হলো সালাতের (নামাজের) চাবি, আর তাকবীর হলো সেটির তাহরীম (যা দ্বারা সালাত শুরু করলে অন্য কাজ হারাম হয়ে যায়), এবং সালাম হলো সেটির তাহলীল (যা দ্বারা সালাত শেষ করলে অন্য কাজ হালাল হয়ে যায়), আর প্রত্যেক দুই রাকাতের মধ্যে একটি তাসলিম (সালাম/সমাপ্তি) রয়েছে, এবং ফাতিহাতুল কিতাব (সূরা ফাতিহা) ব্যতীত সালাত যথেষ্ট হয় না, এবং এর সাথে অন্য কিছুও (পড়ানো প্রয়োজন)।" আবু আবদুর রহমান বলেন: আমি আবু হানিফাকে জিজ্ঞাসা করলাম: "প্রত্যেক দুই রাকাতে একটি তাসলিম" দ্বারা কী বোঝানো হয়েছে? তিনি বললেন: তিনি তাশাহুদকে বুঝিয়েছেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]