كتاب القراءة خلف الإمام للبيهقي
Kitabul Qiraat Khalfal Imaam lil Bayhaqi
কিতাবুল কিরাআত খালফাল ইমাম লিল বায়হাক্বী
37 - وَأَخْبَرَنَا عَلِيٌّ ، أنا أَحْمَدُ ، حَدَّثَنَا ابْنُ نَاجِيَةَ ، نا سُوَيْدُ بْنُ سَعِيدٍ ، نا عَلِيُّ بْنُ مُسْهِرٍ ، عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِيِّ ، فَذَكَرَهُ بِنَحْوِهِ غَيْرَ أَنَّهُ قَالَ: «وَفِي كُلِّ رَكْعَتَيْنِ تَحِيَّةٌ وَلَا تَجُوزُ صَلَاةٌ إِلَّا بِقِرَاءَةٍ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ وَشَيْءٍ مَعَهَا» وَرَوَيْنَا عَنْ ⦗ص: 27⦘ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعْنَاهُ
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত: (অন্য একজন বর্ণনাকারী) এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন, তবে তিনি বলেছেন: "প্রত্যেক দুই রাক’আতে তাশাহহুদ (পড়া) রয়েছে এবং কিতাবের ফাতিহা এবং এর সাথে কিছু পাঠ করা ব্যতিরেকে সালাত শুদ্ধ হবে না।" আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূত্রে আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে এর অনুরূপ অর্থ বর্ণনা করেছি।
[নোটঃ AI দ্বারা অনূদিত]