كتاب القراءة خلف الإمام للبيهقي
Kitabul Qiraat Khalfal Imaam lil Bayhaqi
কিতাবুল কিরাআত খালফাল ইমাম লিল বায়হাক্বী
كتاب القراءة خلف الإمام للبيهقي (61)
61 - وَحَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الْأَصْبَهَانِيُّ ، أَنْبَأَ الشَّيْخُ أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ إِسْحَاقَ أنا مُحَمَّدُ بْنُ يُونُسَ الْقُرَشِيُّ ، ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ ، ثنا شُعْبَةُ ، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ
অনুবাদঃ ৬১. এবং আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন আবূ মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনু ইউসুফ আল-আসবিহানী, তিনি বলেন, আমাদেরকে অবহিত করেছেন শায়খ আবূ বকর আহমাদ ইবনু ইসহাক, তিনি বলেন, আমাদেরকে (খবর দিয়েছেন) মুহাম্মাদ ইবনু ইউনূস আল-কুরাশী, তিনি বলেন, আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন রূহ ইবনু উবাদা, তিনি বলেন, আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন শু’বা; অতঃপর তিনি তা তাঁর সনদ এবং অর্থসহ উল্লেখ করেছেন।
[নোটঃ AI দ্বারা অনূদিত]