الحديث


المدخل إلى السنن الكبرى للبيهقي
Al-Madkhal ilas-Sunan Al-Kubra Lil-Bayhaqi
আল-মাদখাল ইলাস-সুনান আল-কুবরা লিল-বায়হাক্বী





المدخل إلى السنن الكبرى للبيهقي (38)


38 - قَالَ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَإِذَا قَالَ الرَّجُلَانِ مِنْهُمْ فِي شَيْءٍ قَوْلَيْنِ مُخْتَلِفَيْنِ نَظَرْتُ، فَإِنْ كَانَ قَوْلُ أَحَدِهِمَا أَشْبَهُ بِكِتَابِ اللَّهِ أَوْ أَشْبَهُ بِسُنَّةٍ مِنْ سُنَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذْتُ بِهِ , لِأَنَّ مَعَهُ شَيْئًا يَقْوَى بِمِثْلِهِ لَيْسَ مَعَ الَّذِي يُخَالِفُهُ مِثْلُهُ، فَإِنْ لَمْ يَكُنْ عَلَى وَاحِدٍ مِنَ الْقَوْلَيْنِ دَلَالَةٌ بِمَا وَصَفْتُ كَانَ قَوْلُ الْأَئِمَّةِ أَبِي بَكْرٍ أَوْ عُمَرَ أَوْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَرْجَحُ عِنْدَنَا مِنْ أَحَدٍ، لَوْ خَالَفَهُمْ غَيْرُ إِمَامٍ وَذَلِكَ ذَكَرَهُ فِي مَوْضِعٍ آخَرَ مِنْ هَذَا الْكِتَابِ




অনুবাদঃ ইমাম শাফিঈ (রাদিয়াল্লাহু আনহু) বললেন: যখন তাদের মধ্য থেকে দু’জন লোক কোনো বিষয়ে দুটি ভিন্নমত পোষণ করে, তখন আমি তা পর্যবেক্ষণ করি। যদি তাদের একজনের বক্তব্য আল্লাহর কিতাবের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ হয়, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো সুন্নাহর সাথে অধিক সাদৃশ্যপূর্ণ হয়, তবে আমি সেটাই গ্রহণ করি। কারণ তার সাথে এমন কিছু থাকে যা তাকে শক্তিশালী করে, যা তার বিপরীত মত পোষণকারীর সাথে থাকে না। আর যদি বর্ণিত উপায়ে (কুরআন বা সুন্নাহর মাধ্যমে) কোনো একটি মতের পক্ষে প্রমাণ না থাকে, তবে আমাদের নিকট ইমাম তথা আবূ বকর, উমার, অথবা উসমান (রাদিয়াল্লাহু আনহুম)-এর বক্তব্য অন্য যে কারো বক্তব্যের চেয়ে অধিকতর প্রাধান্যযোগ্য; যদিও অন্য কোনো ইমাম তাঁদের বিরোধিতা করেন।