الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (1525)


1525 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَثَنَا أَبُو عَاصِمٍ , ثنا كَهْمَسٌ، ثنا سَيَّارُ بْنُ مَنْظُورٍ الْفَزَارِيُّ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنِ امْرَأَةٍ، يُقَالُ لَهَا: بُهَيْسَةُ قَالَتِ: اسْتَأْذَنَ أَبِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ بَيْنَهُ وَبَيْنَ قَمِيصِهِ فَجَعَلَ يَدْنُو وَيَلْتَزِمُهُ، قَالَ: يَا نَبِيَّ اللَّهِ، مَا الشَّيْءُ لَا يَحِلُّ مَنْعُهُ؟ قَالَ: «الْمَاءُ» ، قَالَ: مَا الشَّيْءُ لَا يَحِلُّ مَنْعُهُ؟، قَالَ: «الْمِلْحُ» ، قَالَ: يَا نَبِيَّ اللَّهِ، مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ؟، قَالَ: «إِنْ تَفْعَلِ الْخَيْرَ خَيْرٌ لَكَ» قَالَ: فَكَانَ ذَلِكَ الرَّجُلُ لَا يَمْنَعُ شَيْئًا مِنَ الْمِلْحِ، وَالْمَاءِ




অনুবাদঃ বুহাইসা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন:

আমার পিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশের অনুমতি চাইলেন। অতঃপর তিনি তাঁর (রাসূলের) এবং তাঁর জামার মাঝে প্রবেশ করলেন। তিনি (পিতা) তাঁর কাছে যেতে লাগলেন এবং তাঁকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী! এমন কী জিনিস, যা আটকে রাখা বৈধ নয়? তিনি বললেন, পানি।

তিনি বললেন, কী জিনিস, যা আটকে রাখা বৈধ নয়? তিনি বললেন, লবণ।

তিনি বললেন, হে আল্লাহর নবী! কী জিনিস, যা আটকে রাখা বৈধ নয়? তিনি বললেন, যদি তুমি ভালো কাজ করো, তবে তা তোমার জন্য উত্তম।

(বর্ণনাকারী বলেন,) এরপর থেকে সেই লোকটি লবণ ও পানির কোনো কিছুই আটকে রাখতেন না।