مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
1538 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، ثنا أَبُو دَاوُدَ , قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ قَالَ: أَخْبَرَنِي إِسْمَاعِيلُ الْأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَجُلًا أَتَى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَوْصِنِي وَأَوْجِزْ، قَالَ: «عَلَيْكَ بِالْإِيَاسِ مِمَّا فِي أَيْدِي النَّاسِ، فَإِنَّهُ الْغِنَى، وَإِيَّاكَ وَالطَّمَعَ، فَإِنَّهُ الْفَقْرُ الْحَاضِرُ، وَصَلِّ صَلَاتَكَ وَأَنْتَ مُوَدِّعٌ، وَإِيَّاكَ مِمَّا يُعْتَذَرُ مِنْهُ»
অনুবাদঃ তাঁর দাদা থেকে বর্ণিত:
এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো: ইয়া রাসূলাল্লাহ! আমাকে উপদেশ দিন এবং সংক্ষিপ্তভাবে দিন।
তিনি বললেন: তোমার জন্য আবশ্যক হলো মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হওয়া, কেননা এটাই হলো প্রাচুর্য (বা সত্যিকারের ধনী হওয়া)। আর তুমি লোভ-লালসা থেকে সাবধান থাকো, কারণ তা হলো দ্রুত আগমনকারী দারিদ্র্য। আর তুমি এমনভাবে তোমার সালাত আদায় করো যেন তুমি (দুনিয়া থেকে) বিদায় গ্রহণকারী। আর এমন কাজ থেকে দূরে থাকো যার জন্য (পরবর্তীতে) ওজর পেশ করতে হয়।