الحديث


مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস





مسند الحارث (54)


54 - حَدَّثَنَا يَزِيدُ، ثنا أَبُو هِلَالٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ لِي أَبُو مُوسَى: ` جَهِّزْنِي فَإِنِّي خَارِجٌ يَوْمَ كَذَا وَكَذَا، قَالَ: فَجَاءَهُ ذَلِكَ الْيَوْمَ وَقَدْ بَقِيَ بَعْضُ جِهَازِهِ، فَقَالَ: أَفَرَغْتَ؟ قُلْتُ: بَقِيَ شَيْءٌ يَسِيرٌ، قَالَ: فَإِنِّي خَارِجٌ، قُلْتُ: أَصْلَحَ اللَّهُ الْأَمِيرَ، لَوْ أَقَمْتَ حَتَّى نَفْرَغَ مِنْ بَقِيَّةِ جِهَازِكَ، قَالَ: لَا، إِنِّي أَكْرَهُ أَنْ أَكْذِبَ أَهْلِي فَيَكْذِبُونِي وَأَنْ أُخْلِفَهُمْ فَيُخْلِفُونِي وَأَنْ أَخُونَهُمْ فَيَخُونُونِي




অনুবাদঃ আনাস ইবনু মালিক (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, আমাকে আবূ মূসা (রাদিয়াল্লাহু আনহু) বললেন: 'আমার সরঞ্জাম প্রস্তুত করো, কারণ আমি অমুক অমুক দিনে বের হব।' আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, সেই দিনটি এলো, অথচ তখনও তার কিছু সরঞ্জাম প্রস্তুত করা বাকি ছিল। আবূ মূসা (রাদিয়াল্লাহু আনহু) বললেন: 'কাজ শেষ হয়েছে?' আমি বললাম: 'সামান্য কিছু বাকি আছে।' তিনি বললেন: 'তবে আমি অবশ্যই বের হব।' আমি বললাম: 'আল্লাহ আমীরকে ভালো রাখুন! আপনি যদি বাকি সরঞ্জাম প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন...' তিনি বললেন: 'না। আমি অপছন্দ করি যে আমি আমার পরিবারকে মিথ্যা বলব এবং তারাও আমাকে মিথ্যা বলবে; আর আমি তাদের সাথে ওয়াদা ভঙ্গ করব এবং তারাও আমার সাথে ওয়াদা ভঙ্গ করবে; আর আমি তাদের সাথে খেয়ানত করব এবং তারাও আমার সাথে খেয়ানত করবে।'