مسند الشاشي
Musnad Ash-Shashi
মুসনাদ আশ শাশী
12 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعْدٍ الْعَوْفِيُّ، حَدَّثَنِي أَبِي، نا فُلَيْحٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ بْنِ عُبَيْدِ اللَّهِ ابْنِ أَخِي طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: خَرَجْنَا مَعَ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ حُجَّاجًا، فَلَمَّا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ أُتِينَا بِلَحْمِ صَيْدٍ، وَطَلْحَةُ نَائِمٌ، فَأَكَلَ بَعْضُنَا وَتَرَكَهُ بَعْضُنَا، فَلَمَّا اسْتَيْقَظَ طَلْحَةُ سَأَلْنَاهُ عَنْ ذَاكَ، فَقَالَ: «قَدْ أَصَابَ الَّذِينَ أَكَلُوهُ، قَدْ أَكَلْنَاهُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ وَنَحْنُ مُحْرِمُونَ»
অনুবাদঃ আব্দুর রহমান ইবনু উসমান ইবনু উবাইদিল্লাহ (তালহা ইবনু উবাইদিল্লাহ-এর ভ্রাতুষ্পুত্র) বলেন: আমরা তালহা ইবনু উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে হজ পালনকারী (হাজ্জি) হিসেবে বের হলাম। যখন আমরা রাস্তার কোনো এক স্থানে ছিলাম, তখন আমাদের কাছে শিকার করা মাংস আনা হলো। আর তালহা তখন ঘুমিয়ে ছিলেন। আমাদের মধ্যে কেউ কেউ তা খেলো এবং কেউ কেউ তা খেলো না। যখন তালহা রাদিয়াল্লাহু আনহু জেগে উঠলেন, আমরা তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: “যারা খেয়েছে তারা সঠিক কাজ করেছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে মুহরিম অবস্থায় তা খেয়েছি।”