مسند الشاشي
Musnad Ash-Shashi
মুসনাদ আশ শাশী
1471 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ زُهَيْرِ بْنِ حَرْبٍ، نا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، نا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ عَنِ الْمُعَوِّذَتَيْنِ، أَمِنَ الْقُرْآنِ هُمَا؟ فَإِنَّ ابْنَ مَسْعُودٍ كَانَ لَا ⦗ص: 357⦘ يَكْتُبُهُمَا فِي مَصَاحِفِهِ قَالَ أُبَيٌّ: سَأَلْتُ عَنْهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا سَأَلَنِي عَنْهُمَا أَحَدٌ قَبْلَكَ، قِيلَ لِي فَقُلْتُ» . فَقَالَ أُبَيٌّ: فَقِيلَ لَنَا فَقُلْنَا.
অনুবাদঃ আমি উবাই ইবনু কা'ব রাদিয়াল্লাহু আনহু-কে মু'আওয়িযাতাইন (সূরাদ্বয়) সম্পর্কে জিজ্ঞাসা করলাম: এগুলি কি কুরআনের অংশ? কেননা ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু তাঁর মুসহাফে এগুলি লিখতেন না। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এই সূরাদ্বয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন: “তোমার পূর্বে আর কেউ আমাকে এগুলি সম্পর্কে জিজ্ঞাসা করেনি। আমাকে বলা হয়েছিল, আর আমি বলেছি (তিলাওয়াত করেছি)।” অতঃপর উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন: অতএব, আমাদেরকে বলা হয়েছে, আর আমরাও বলেছি।