مسند الشاشي
Musnad Ash-Shashi
মুসনাদ আশ শাশী
28 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ، أنا إِسْحَاقُ، نا سُفْيَانُ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، أَنَّ رَجُلَيْنِ أَضَافَا طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، فَذَكَرَ مِنْ حَالِهِمَا، أَحَدُهُمَا أَشَدُّ عِبَادَةً مِنَ الْآخَرِ وَإِنَّهُمَا مَاتَا، وَأَرَى أَنَّ الَّذِي بَقِيَ بَعْدَ صَاحِبِهِ وَكَانَ أَقَلَّ عِبَادَةً مِنَ الْآخَرِ أَنَّهُ رُفِعَ فَوْقَهُ، فَذُكِرَ ذَلكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَيْسَ قَدْ بَقِيَ بَعْدَهُ، فَصَلَّى كَذَا وَكَذَا صَلَاةً، وَصَامَ شَهْرَ رَمَضَانَ، فَبَيْنَهُمَا كَذَا وَكَذَا مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
অনুবাদঃ তালহা ইবনে উবাইদুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু)-এর নিকট দুজন লোক মেহমান হিসেবে এসেছিল। তিনি তাদের অবস্থা বর্ণনা করলেন—তাদের একজন অপরজনের চেয়ে ইবাদতে অধিক কঠোর ছিল। এরপর তারা উভয়েই মারা গেলেন। তালহা বললেন: আমার ধারণা, তাদের মধ্যে যে ব্যক্তি তার সঙ্গীর পরে জীবিত ছিল এবং ইবাদতে অপেক্ষাকৃত কম কঠোর ছিল, তাকে তার সঙ্গীর উপরে মর্যাদা দেওয়া হয়েছে। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট উল্লেখ করা হলে তিনি বললেন: "সে কি তার (প্রথম মৃত) সাথীর পরে জীবিত ছিল না? সে কি এত এত সালাত আদায় করেনি এবং রমজান মাসের সাওম পালন করেনি? সুতরাং তাদের দুজনের (মর্যাদার) মধ্যে আসমান ও যমীনের মধ্যকার দূরত্বের মতো ব্যবধান রয়েছে।"