مسند الشاشي
Musnad Ash-Shashi
মুসনাদ আশ শাশী
62 - أنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، أنا أَبُو عُبَيْدٍ، نا أَبُو الْأَسْوَدِ، عَنِ ابْنِ لَهِيعَةَ قَالَ: كَتَبَ إِلَىَّ يَحْيَى بْنُ سَعِيدٍ أَنَّهُ سَمِعَ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ: صَحِبْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ زَمَانًا فَمَا تَحَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ إِلَّا حَدِيثًا وَاحِدًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ: «لَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ، وَلَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ فِي الصَّدَقَةِ، وَالْخَلِيطَانِ مَا اجْتَمَعَ عَلَى الْفَحْلِ وَالْمَرْعَى وَالْحَوْضِ»
অনুবাদঃ সা'ইব ইবনু ইয়াযীদ বলেন, আমি দীর্ঘকাল সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রাদিয়াল্লাহু আনহু)-এর সঙ্গী ছিলাম। কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মাত্র একটি হাদীস ছাড়া আর কিছুই বর্ণনা করেননি। তিনি (সা'দ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যাকাত (সদকা) আদায়ের ক্ষেত্রে একত্রিত বস্তুকে বিচ্ছিন্ন করা যাবে না, এবং বিচ্ছিন্ন বস্তুকে একত্রিত করা যাবে না। আর দু'জন অংশীদার (খলীতাইন) তখনই একত্রিত গণ্য হবে যখন তারা প্রজনন পশু, চারণভূমি এবং পানি পান করানোর স্থান (হাওয) এর উপর অংশীদার হবে।