الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (61)


61 - نا عَلِيُّ بْنُ الْجَعْدِ ، قَالَ : أَخْبَرَنَا شُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، أَنَّ رَجُلا مِنْهُمْ كَانَ ضَرِيرًا، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : إِنَّ بَيْنِي وَبَيْنَ الْمَسْجِدِ نَخْلا، قَالَ : ` أَلَيْسَ تَسْمَعُ النِّدَاءَ ؟ ` قَالَ : نَعَمْ، قَالَ : ` فَإِذَا سَمِعْتَ فَأْتِهِ ` *




অনুবাদঃ সাহাবীগণের মধ্যে একজন দৃষ্টিহীন ব্যক্তি (অন্ধ) ছিলেন। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে প্রশ্ন করে বললেন, আমার ও মসজিদের মাঝে খেজুর গাছ (বা বাগান) রয়েছে [যা অতিক্রম করা আমার জন্য কঠিন]।

তিনি (রাসূলুল্লাহ ﷺ) জিজ্ঞেস করলেন: তুমি কি আযান শুনতে পাও না?

লোকটি বলল: হ্যাঁ (শুনি)।

তিনি (রাসূলুল্লাহ ﷺ) বললেন: যখন তুমি শুনতে পাও, তখন সেখানে (মসজিদে জামাতে) এসো।