الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (40)


40 - قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ : قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ : ` وَافَقْتُ رَبِّي عَزَّ وَجَلَّ فِي أَرْبَعٍ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، لَوْ صَلَّيْتَ خَلْفَ الْمَقَامِ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ : وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى سورة البقرة آية، وَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، لَوْ ضَرَبْتَ عَلَى نِسَائِكَ الْحِجَابَ، فَإِنَّهُ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ : وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ سورة الأحزاب آية، وَنَزَلَتْ هَذِهِ الآيَةُ : وَلَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ سورة المؤمنون آية، فَلَمَّا نَزَلَتْ قُلْتُ أَنَا : تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ، فَنَزَلَتْ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ سورة المؤمنون آية، وَدَخَلْتُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُنَّ : لَتَنْتَهُنَّ أَوْ لَيُبْدِلَنَّهُ اللَّهُ بِأَزْوَاجٍ خَيْرٍ مِنْكُنَّ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ : عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ سورة التحريم آية ` *




অনুবাদঃ আনাস ইবনে মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেছেন:

"আমি চারটি বিষয়ে আমার মহান প্রতিপালকের (আল্লাহ আযযা ওয়া জাল্লা-এর) সাথে একমত হয়েছিলাম (অর্থাৎ আমার অভিমত আল্লাহর প্রত্যাদেশের সাথে মিলে গিয়েছিল)।

আমি বলেছিলাম: ’হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! যদি আপনি মাকামে ইব্রাহিমের পিছনে সালাত আদায় করতেন!’ তখন এই আয়াতটি নাযিল হলো: ’আর তোমরা মাকামে ইব্রাহীমকে নামাযের স্থানরূপে গ্রহণ করো।’ (সূরা বাকারা: ১২৫)

আমি আরও বলেছিলাম: ’হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! যদি আপনি আপনার স্ত্রীদের উপর পর্দার বিধান দিতেন! কারণ, আপনার কাছে ভালো ও মন্দ (সৎ ও অসৎ) সকল প্রকার লোকই প্রবেশ করে।’ তখন আল্লাহ আযযা ওয়া জাল্লা নাযিল করলেন: ’আর যখন তোমরা তাদের (নবী পত্নীদের) নিকট কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে।’ (সূরা আহযাব: ৫৩)

আর (একবার) এই আয়াতটি নাযিল হলো: ’আর আমি তো মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি।’ (সূরা মুমিনূন: ১২) যখন এটি নাযিল হলো, তখন আমি বললাম: ’বরকতময় আল্লাহ, যিনি সৃষ্টিকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ।’ তখন (এর অব্যবহিত পরে) নাযিল হলো: ’সুতরাং বরকতময় আল্লাহ, যিনি শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা।’ (সূরা মুমিনূন: ১৪)

আর আমি নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীদের নিকট গেলাম এবং তাঁদের বললাম: ’তোমরা অবশ্যই (এ ধরনের আচরণ থেকে) বিরত হবে, নতুবা আল্লাহ তোমাদের চেয়ে উত্তম স্ত্রীদের দ্বারা তাঁকে (নবীকে) তোমাদের বদলে দেবেন।’ অতঃপর এই আয়াতটি নাযিল হলো: ’যদি তিনি তোমাদেরকে তালাক দেন, তাহলে সম্ভবত তাঁর রব তোমাদের পরিবর্তে তাঁকে দেবেন...’ (সূরা তাহরীম: ৫)"