مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
43 - حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنِ ابْنِ الْحَوْتَكِيَّةِ، قَالَ : أُتِيَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالأَرْنَبِ، فَقَالَ : لَوْلا مَخَافَةُ أَنْ أَزِيدَ أَوْ أَنْقُصَ، لَحَدَّثْتُكُمْ بِحَدِيثِ الأَعْرَابِيِّ حِينَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالأَرْنَبِ، فَذَكَرَ أَنَّهُ رَأَى بِهَا دَمًا فَأَمَرَهُمْ أَنْ يَأْكُلُوهَا، وَقَالَ لِلأَعْرَابِيٍّ : ` ادْنُ فَكُلْ `، فَقَالَ : إِنِّي صَائِمٌ، فَقَالَ : ` أَيُّ الصِّيَامِ تَصُومُ ؟ ` فَقَالَ : مِنْ أَوَّلِ الشَّهْرِ وَآخِرِهِ، قَالَ : ` فَإِنْ كُنْتَ صَائِمًا فَصُمِ اللَّيَالِيَ الْبِيضَ : ثَلاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ `، وَلَكِنْ أَرْسِلُوا إِلَى عَمَّارٍ، فَأَرْسَلُوا إِلَيْهِ، فَجَاءَهُ، فَقَالَ : أَشَاهِدٌ أَنْتَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَتَاهُ الأَعْرَابِيُّ بِالأَرْنَبِ، فَقَالَ : رَأَيْتُهَا تَدْمَى ؟ فَقَالَ عَمَّارٌ : نَعَمْ *
অনুবাদঃ ইবনুল হাওতাকিয়্যাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
একবার উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে একটি খরগোশ আনা হলো। তিনি বললেন: "যদি আমার এই ভয় না থাকত যে আমি (হাদীসের বর্ণনায়) বাড়িয়ে দেব অথবা কমিয়ে দেব, তাহলে আমি তোমাদেরকে সেই গ্রাম্য লোকটির (বেদুঈন) হাদীসটি বলতাম, যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খরগোশ নিয়ে এসেছিল। অতঃপর সে উল্লেখ করল যে সে সেটির মধ্যে রক্ত দেখেছে। তখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের সেটি খেতে নির্দেশ দিলেন।
আর তিনি (রাসূল সাঃ) সেই গ্রাম্য লোকটিকে বললেন: ’কাছে এসো এবং খাও।’ লোকটি বলল: ’আমি রোজা রেখেছি।’ তিনি (রাসূল সাঃ) বললেন: ’তুমি কী ধরনের রোজা রাখো?’
লোকটি বলল: মাসের শুরু এবং শেষ থেকে (অর্থাৎ পুরো মাস রোজা রাখি)। তিনি (রাসূল সাঃ) বললেন: ’যদি তুমি (নফল) রোজা রাখতেই চাও, তবে আইয়ামে বীয-এর রোজা রাখো: তেরো, চৌদ্দ এবং পনেরো তারিখের রোজা।’
(উমর রাঃ বললেন): "বরং তোমরা আম্মার (ইবন ইয়াসির)-এর কাছে লোক পাঠাও।" অতঃপর তারা তাঁর কাছে লোক পাঠালো। তিনি যখন আসলেন, উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জিজ্ঞাসা করলেন: "তুমি কি সেই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলে, যখন গ্রাম্য লোকটি তাঁর কাছে খরগোশ নিয়ে এসেছিল এবং বলেছিল যে সে সেটির রক্ত দেখেছে?"
আম্মার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "হ্যাঁ।"