الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (44)


44 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُقْبَةَ الْحَضْرَمِيِّ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ الْهُذَلِيِّ، عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلانِيِّ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ الأَنْصَارِيَّ، يَقُولُ : سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ : ` الشُّهَدَاءُ أَرْبَعَةٌ، فَمُؤْمِنٌ جَيِّدُ الإِيمَانِ، لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ، فَقَاتَلَ حَتَّى يُقْتَلَ، فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ، وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَةٌ كَانَتْ عَلَى رَأْسِهِ، أَوْ عَلَى رَأْسِ عُمَرَ فَهَذَا فِي الدَّرَجَةِ الأُولَى، وَرَجُلٌ مُؤْمِنٌ، جَيِّدُ الإِيمَانِ، إِذَا لَقِيَ الْعَدُوَّ كَأَنَّمَا يَضْرِبُ جِلْدَهُ شَوْكُ الطَّلْحِ مِنَ الْجُبْنِ، أَتَاهُ سَهْمُ غَرْبٍ فَقَتَلَهُ، فَهَذَا فِي الدَّرَجَةِ الثَّانِيَةِ، وَرَجُلٌ مُؤْمِنٌ، خَلَطَ عَمَلا صَالِحًا وَعَمَلا سَيِّئًا، لَقِيَ الْعَدُوَّ، فَصَدَقَ اللَّهُ حَتَّى قُتِلَ، فَهَذَا فِي الدَّرَجَةِ الثَّالِثَةِ، وَرَجُلٌ أَسْرَفَ عَلَى نَفْسِهِ، فَلَقِيَ الْعَدُوَّ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ، فَهَذَا فِي الدَّرَجَةِ الرَّابِعَةِ ` *




অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:

"শহীদ চার প্রকার:

১। এমন মুমিন, যার ঈমান অত্যন্ত মজবুত। সে শত্রুর মোকাবিলা করে, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে (সততার সাথে লড়াই করে) এবং শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। এ এমন ব্যক্তি, যার দিকে মানুষ তাদের দৃষ্টি উত্তোলন করে (অর্থাৎ শ্রদ্ধাভরে তাকায়)। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এত উঁচু করলেন যে তাঁর মাথার টুপি, অথবা উমরের মাথার টুপি পড়ে গেল।) এই ব্যক্তি প্রথম স্তরের অন্তর্ভুক্ত।

২। এমন মুমিন, যার ঈমান মজবুত। কিন্তু যখন সে শত্রুর মোকাবিলা করে, তখন ভয়ের কারণে তার চামড়া যেন বাবলা গাছের কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার মতো অনুভব করে। এরপর একটি অনির্দিষ্ট তীর এসে তাকে আঘাত করে এবং সে নিহত হয়। এই ব্যক্তি দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত।

৩। এমন মুমিন যে নেক আমল ও বদ আমল উভয়ই করেছে (পাপ-পুণ্য মিশ্রিত)। সে শত্রুর মোকাবিলা করে, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে এবং শহীদ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। এই ব্যক্তি তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত।

৪। এমন ব্যক্তি যে নিজের আত্মার উপর বাড়াবাড়ি করেছে (অর্থাৎ অতিরিক্ত পাপী)। সে শত্রুর মোকাবিলা করে এবং লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। এই ব্যক্তি চতুর্থ স্তরের অন্তর্ভুক্ত।"