الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (58)


58 - حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ : أَخْبَرَنِي الْحَكَمُ، عَنْ أَبِي وَائِلٍ، أَنَّ الصُّبَيَّ بْنَ مَعْبَدٍ كَانَ نَصْرَانِيًّا تَغْلِبِيًّا أَعْرَابِيًّا، فَأَسْلَمَ، فَسَأَلَ : أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ ؟ فَقِيلَ لَهُ : الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، فَأَرَادَ أَنْ يُجَاهِدَ، فَقِيلَ لَهُ : أَحَجَجْتَ ؟ فَقَالَ : لا، فَقِيلَ لَهُ : حُجَّ وَاعْتَمِرْ، ثُمَّ جَاهِدْ، فَانْطَلَقَ حَتَّى إِذَا كَانَ بِالْحَوَائِطِ أَهَلَّ بِهِمَا جَمِيعًا، فَرَآهُ زَيْدُ بْنُ صُوحَانَ، وَسَلْمَانُ بْنُ رَبِيعَةَ، فَقَالا : لَهُوَ أَضَلُّ مِنْ جَمَلِهِ، أَوْ مَا هُوَ بِأَهْدَى مِنْ نَاقَتِهِ، فَانْطَلَقَ إِلَى عُمَرَ، فَأَخْبَرَهُ بِقَوْلِهِمَا، فَقَالَ : ` هُدِيتَ لِسُنَّةِ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ` *




অনুবাদঃ আবু ওয়াইল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

নিশ্চয়ই সুবাই ইবনু মা‘বাদ তাগলিব গোত্রের একজন খ্রিস্টান বেদুইন ছিলেন। অতঃপর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং জিজ্ঞেস করলেন, সর্বোত্তম আমল কোনটি? তাকে বলা হলো: আল্লাহর পথে জিহাদ। তখন তিনি জিহাদ করার ইচ্ছা পোষণ করলেন। তাকে জিজ্ঞেস করা হলো: আপনি কি হজ করেছেন? তিনি বললেন: না। তখন তাকে বলা হলো: আপনি হজ ও উমরাহ করুন, এরপর জিহাদ করুন।

তিনি রওয়ানা হলেন। যখন তিনি ’আল-হাওয়ায়েত’ নামক স্থানে পৌঁছলেন, তখন তিনি একসাথেই (হজ ও উমরার নিয়তে) ইহরাম বাঁধলেন। তখন যায়েদ ইবনু সুওহান এবং সালমান ইবনু রাবী’আহ তাকে দেখতে পেলেন। তারা দুজন বললেন: সে তার উটের চেয়েও বেশি পথভ্রষ্ট, অথবা তার উষ্ট্রী থেকেও অধিক পথভোলা।

অতঃপর তিনি উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে গেলেন এবং তাদের দুজনের মন্তব্য সম্পর্কে জানালেন। তখন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: ‘তুমি তোমার নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর দিকেই হেদায়েত প্রাপ্ত হয়েছ।’