مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
11 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، نا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَبَّاسٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ : ` تَضَيَّفْتُ أَبَا هُرَيْرَةَ سَبْعًا، وَكَانَ هُوَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ يَعْتَقِبُونَ اللَّيْلَ أَثْلاثًا، يَقُومُ هَذَا وَيَنَامُ هَذَا، وَيَقُومُ هَذَا وَيَنَامُ هَذَا، وسَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ : ` قَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمْرًا، فَأَصَابَنِي سَبْعَ تَمَرَاتٍ، فَكَانَ فِيهِ حَشَفَةٌ، مَا كَانَ شَيْءٌ أَحَبَّ إِلَيَّ مِنْهَا شَدَّتْ فِي مَضَاغِي قَالَ سُلَيْمَانُ : أَيْ كَانَ لَهَا قُوَّةٌ، قَالَ : فَقُلْتُ : يَا أَبَا هُرَيْرَةَ، فَكَيْفَ تَصُومُ الشَّهْرَ ؟ فَقَالَ : أَصُومُ مِنْ أَوَّلِ الشَّهْرِ ثَلاثًا، فَإِنْ حَدَثَ بِي حَدَثٌ كَانَ لِي أَجْرُ شَهْرِي ` *
অনুবাদঃ আবূ উসমান আন-নাহদী বলেন, আমি সাত দিনের জন্য আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু)-এর মেহমান হয়েছিলাম। তিনি, তাঁর স্ত্রী এবং তাঁর খাদেম রাতের তিন ভাগের মধ্যে পালাক্রমে (ইবাদতের জন্য) উঠতেন। একজন উঠতেন এবং অন্যজন ঘুমাতেন, আবার একজন উঠতেন এবং অন্যজন ঘুমাতেন।\\r\\n\\r\\nআমি আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর বণ্টন করলেন। আমি সাতটি খেজুর পেলাম। সেগুলোর মধ্যে একটি ছিল রুক্ষ বা শক্ত প্রকৃতির (হাশাফাহ)। সেগুলোর মধ্যে আমার কাছে ঐ খেজুরটির চেয়ে প্রিয় আর কিছু ছিল না; এটি আমার মাড়ির সাথে লেগে থাকত (শক্ত ছিল)।\\r\\n\\r\\nসুলাইমান (বর্ণনাকারী) বলেন: অর্থাৎ এর শক্তি ছিল (শক্ত প্রকৃতির ছিল)।\\r\\n\\r\\nআবূ উসমান বলেন: আমি জিজ্ঞাসা করলাম: হে আবূ হুরায়রা! আপনি কিভাবে মাসব্যাপী সিয়াম পালন করেন?\\r\\n\\r\\nতিনি বললেন: আমি মাসের প্রথম দিকে তিনটি সিয়াম পালন করি। অতঃপর যদি আমার (জীবনে) কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটে যায়, তবে আমার জন্য পুরো মাসের সাওয়াব লেখা হয়।