الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (2084)


2084 - أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، نا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ : سُئِلَ ابْنُ عَبَّاسٍ، وَأَبُو هُرَيْرَةَ، عَنِ امْرَأَةٍ، تُوُفِّيَ عَنْهَا فَوَضَعَتْ قَبْلَ أَرْبَعَةِ أَشْهُرٍ وَعَشْرًا، فَقَالَ ابْنُ عَبَّاسٍ : تَعْتَدُّ آخِرَ الأَجَلَيْنِ، فَقَالَ أَبُو سَلَمَةَ : إِذَا وَضَعَتْ مَا فِي بَطْنِهَا فَقَدْ حَلَّتْ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ : أَنَا مَعُ ابْنِ أَخِي يَعْنِي أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، فَأَرْسَلُوا إِلَى أُمِّ سَلَمَةَ وَهِيَ فِي حُجْرَتِهَا فِي الْمَسْجِدِ، يَسْأَلُونَهَا عَنْ ذَلِكَ، فَأَخْبَرَتْ أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الْحَارِثِ وَضَعَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ، فَمَرَّ بِهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ حِينَ تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا، وَقَدْ لَبِسَتْ وَاكْتَحَلَتْ، فَقَالَ لَهَا : أَتُرِيدِينَ النِّكَاحَ ؟ ! لا، حَتَّى تَقْضِيَ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَأَمَرَهَا أَنْ تَنْكِحَ ` . أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، نا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، أَرْسَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُتْبَةَ إِلَى سُبَيْعَةَ، يَسْأَلُهَا عَنْ شَأْنِهَا، فَذَكَرَ نَحْوًا مِمَّا قَالَ أَبُو سَلَمَةَ فِي شَأْنِهَا، قَالَ الزُّهْرِيُّ : وَكَانَ زَوْجُهَا سَعْدُ ابْنُ خَوْلَةَ تُوُفِّيَ عَامَ الْفَتْحِ وَكَانَ بَدْرِيًّا *




অনুবাদঃ আবূ সালামাহ (রাহিমাহুল্লাহ) বলেন: ইবনু আব্বাস ও আবূ হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহুমা)-কে এমন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যার স্বামী মারা গেল এবং সে চার মাস দশ দিনের আগেই সন্তান প্রসব করলো।

তখন ইবনু আব্বাস বললেন: সে উভয় মেয়াদের শেষটি (দীর্ঘতমটি) ইদ্দত হিসেবে পালন করবে। আবূ সালামাহ বললেন: যখনই সে গর্ভের সন্তান প্রসব করবে, তখনই সে হালাল হয়ে যাবে (তার ইদ্দত শেষ হয়ে যাবে)। আবূ হুরাইরাহ বললেন: আমি আমার ভাতিজার সাথে আছি—অর্থাৎ আবূ সালামাহ ইবনু আবদুর রাহমান-এর সাথে।

তখন তারা উম্মু সালামাহ (রাদিয়াল্লাহু আনহা)-এর নিকট লোক পাঠালো। তিনি তখন মাসজিদে তাঁর হুজরাতে ছিলেন। তারা এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলো। তিনি জানালেন যে, সুবাই‘আহ বিনত আল-হারিস (রাদিয়াল্লাহু আনহা)-এর স্বামী মারা যাওয়ার কয়েক রাত পরই তিনি সন্তান প্রসব করেছিলেন। যখন তিনি নিফাস (প্রসবোত্তর স্রাব) থেকে পবিত্র হলেন এবং পোশাক পরিধান করে সুরমা লাগালেন, তখন আবূস সানাবিল ইবনু বা‘কাক তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাকে বললেন: তুমি কি বিবাহ করতে চাও?! না, (তুমি বিবাহ করতে পারবে না) যতক্ষণ না চার মাস দশ দিন অতিবাহিত হয়। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন এবং বিষয়টি তাঁর কাছে বললেন। তিনি তাকে বিবাহ করার নির্দেশ দিলেন।

(অন্য সনদে) যুহরী বলেন: মারওয়ান ইবনুল হাকাম আবদুল্লাহ ইবনু উতবাহ-কে সুবাই‘আহ (রাদিয়াল্লাহু আনহা)-এর কাছে তার ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছিলেন। তিনিও আবূ সালামাহ যা বলেছেন, সেই অনুরূপ ঘটনা বর্ণনা করলেন। যুহরী আরও বলেন: তার (সুবাই‘আহর) স্বামী সা‘দ ইবনু খাওলাহ ফাতহ-এর বছর (মক্কা বিজয়ের বছর) মারা যান। তিনি ছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী।