الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (2086)


2086 - أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، نا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ، عَنِ الْقَرْثَعِ، قَالَ : لَمَّا ثَقُلَ أَبُو مُوسَى صَاحَتِ امْرَأَتُهُ، فَقَالَ أَبُو مُوسَى لَهَا : أَمَا عَلِمْتِ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَتْ : بَلَى، فَسَكَتَتْ، فَقِيلَ لَهَا بَعْدُ ذَلِكَ، فَقَالَتْ : ` لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَلَقَ، وَمَنْ حَلَقَ، وَمَنْ خَرَقَ ` *




অনুবাদঃ আল-কারসা' থেকে বর্ণিত, তিনি বলেন: যখন আবূ মূসা (রাদিয়াল্লাহু আনহু)-এর অসুস্থতা গুরুতর হলো, তখন তাঁর স্ত্রী উচ্চস্বরে বিলাপ করতে শুরু করলেন। আবূ মূসা (রাদিয়াল্লাহু আনহু) তাঁকে বললেন: তুমি কি জানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? স্ত্রী বললেন: হ্যাঁ, জানি। অতঃপর তিনি নীরব হয়ে গেলেন। এরপর তাঁকে (স্ত্রীকে) যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত (অভিসম্পাত) করেছেন তাদের প্রতি, যারা (বিপদে) উচ্চস্বরে চিৎকার করে বিলাপ করে, যারা (শোকে) মাথা মুণ্ডন করে (চুল কেটে ফেলে) এবং যারা (শোকে) কাপড় ছিঁড়ে ফেলে।