مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
2103 - أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، نا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ : دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نُغَسِّلُ ابْنَتَهُ، فَقَالَ : ` اغْسِلْنَهَا ثَلاثًا، أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي `، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حَقْوَهُ، فَقَالَ : ` أَشْعِرْنَهَا إِيَّاهُ ` . قَالَ أَيُّوبُ : وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِنْتُ سِيرِينَ، بِهَذَا الْحَدِيثِ وَقَالَ فِي الْحَدِيثِ، إِنَّهُ قَالَ : ` ابْدَءُوا بِمَيَامِنِهَا وَبِمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا `، وَإِنَّ أُمَّ عَطِيَّةَ، قَالَتْ : فَجَعَلْتُ ثَلاثَةَ قُرُونٍ، يَعْنِي شَعْرَهَا *
অনুবাদঃ উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কন্যাকে গোসল দিচ্ছিলাম, তখন তিনি আমাদের কাছে এলেন এবং বললেন: "তোমরা তাকে তিনবার গোসল দাও, অথবা পাঁচবার, কিংবা প্রয়োজন মনে করলে এর চেয়েও বেশিবার। আর শেষবার (গোসলের পানিতে) কর্পূর অথবা সামান্য কর্পূর ব্যবহার করো। যখন তোমরা শেষ করবে, তখন আমাকে জানাবে।" যখন আমরা শেষ করলাম, তখন তাঁকে জানালাম। তিনি আমাদের দিকে তাঁর ইযার (কোমরের নিচের অংশ ঢাকার কাপড়) ছুঁড়ে দিলেন এবং বললেন: "তা দিয়ে তাকে আবৃত করো (শরীরের সাথে স্পর্শ করিয়ে দাও)।" হাদীসে আরও বলা হয়েছে যে, তিনি বলেছিলেন: "তার ডান দিক থেকে এবং ওযুর অঙ্গগুলো থেকে শুরু করো।" উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা বলেন: অতঃপর আমি তার চুলগুলো তিনটি বেণী/খোঁপা করে দিলাম।